• ঢাকা
  • মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৪, ১ আশ্বিন ১৪৩১, ১৩ রবিউল আউয়াল ১৪৪৬

কত ভোট পেয়ে ব্যালন ডি‍‍’অর জিতলেন মেসি?


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: নভেম্বর ৩০, ২০২১, ০২:৩০ পিএম
কত ভোট পেয়ে ব্যালন ডি‍‍’অর জিতলেন মেসি?

ফুটবলের ইতিহাসে একমাত্র ফুটবলার হিসেবে ৭ বার ব্যালন ডি’অর জিতলেন সর্বকালের সেরা ফুটবলারদের একজন লিওনেল মেসি। আর্জেন্টিনার হয়ে কোপা আমেরিকা ও আর সাবেক ক্লাব বার্সেলোনার হয়ে কোপা দেল রে জয়ের কারণেই ব্যালন ডি’অর নিজের করে নিয়েছেন মেসি। এবারের ব্যালন ডি’অরে মেসির প্রতিদ্বন্দ্বী ছিল পোলিশ স্ট্রাইকার রবার্ট লেভানডফস্কি। কত ভোট পেয়ে ব্যালন ডি’অর জিতলেন মেসি তা প্রশ্ন থেকেই যায়। 

চলুন দেখে নিই ব্যালন ডি’অর জিততে কত ভোট পেয়েছেন মেসি। আর তার প্রতিদ্বন্ধীরা পেয়েছেন কত ভোট। 

ব্যালন ডি’অরের শীর্ষ ১০ ভোট প্রাপ্ত খেলোয়াড়- 

১) লিওনেল মেসি- ৬১৩ ভোট
২) রবার্ট লেভানডফস্কি- ৫৮০ ভোট
৩) জর্গিনহো- ৪৬০ ভোট
৪) করিম বেনজেমা- ২৩৯ ভোট
৫) এনগলো কন্তে- ১৮৬ ভোট
৬) ক্রিস্টিয়ানো রোনালদো- ১৭৮ ভোট
৭) মোহাম্মদ সালাহ- ১২১ ভোট
৮) কেভিন ডি ব্রুইনা- ৭৩ ভোট
৯) কিলিয়ান এমবাপ্পে- ৫৮ ভোট
১০) জিয়ালুইজি দোন্নারুম্মা- ৩৬ ভোট

Link copied!