শনিবার রাতে অ্যানফিল্ডের মাঠে লিগের ম্যাচটি ওয়েস্ট হ্যামের বিপক্ষে ১-০ গোলে জিতেছে লিভারপুল। এই জয়ে লিগে প্রথম দেখায় হারের প্রতিশোধ নিয়েছে তারা। গত নভেম্বরে ওয়েস্ট হ্যাম লিভারপুলকে হারিয়েছিল ৩-২ গোলের ব্যবধানে।
ম্যাচ শুরুর প্রথম মিনিটেই সুযোগ পেয়ে যায় লিভারপুল। তবে মোহামেদ সালাহর জোরালো আক্রমণ প্রতিহত করেন ওয়েস্ট হ্যামের গোলরক্ষক। ম্যাচের ৩ মিনিটে আরও একটি ভালো সুযোগ থেকে গোল করতে ব্যর্থ হন মিশরের এই স্ট্রাইকার।
ম্যাচের ১৪ মিনিটে ওয়েস্ট হ্যামও সুযোগ পায়। তবে মিখাইল অ্যান্টোনিওর শট রুখে দেন ব্রাজিলের গোলরক্ষক অ্যালিসন বেকার। দুই পক্ষেরই আক্রমণের মধ্যে ম্যাচের ২৭ মিনিটে এগিয়ে যায় লিভারপুল। অ্যালেকজেন্ডারের অ্যাসিস্টে গোলটি করেন সাদিও মানে।
দ্বিতীয়ার্ধে ম্যাচের ৭০ মিনিটে দারুণ সুযোগ পায় ওয়েস্ট হ্যাম। কিন্তু সুযোগ কাজে লাগাতে পারেননি ম্যানুয়েল লানচিনি। ম্যাচে আর কোনো গোল না হলে ১-০ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে সালাহরা।