• ঢাকা
  • বুধবার, ১১ ডিসেম্বর, ২০২৪, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ৯ জমাদিউস সানি ১৪৪৬
নারী বিশ্বকাপ

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ভারতের রানের পাহাড়


ফারজানা ববি
প্রকাশিত: মার্চ ১২, ২০২২, ১২:১৫ পিএম
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ভারতের রানের পাহাড়

নারী বিশ্বকাপের দশম ম্যাচে শনিবার (১২ মার্চ) মাঠে নেমেছে ওয়েস্ট ইন্ডিজ ও ভারত। ওপেনার স্মৃতি মান্ধানা ও হারমনপ্রিত কাউরের শতকে ৮ উইকেটে ৩১৭ রানের বিশাল সংগ্রহ করেছে ভারত।

হ্যামিল্টনে টস জিতে ভারতের অধিনায়ক মিতালি রাজ ব্যাটিং করার সিদ্ধান্ত নেন। দলের ৪৯ রানে স্বস্তিকা ভাটিয়া ৩১ রানে ফিরে যান। রানের খাতা খুলতে না খুলতেই মিতালি (৫) ক্যাচ দিয়ে ফেরেন। দীপ্তি শর্মা (১৫) দলীয় ৭৮ রানে আউট হন।

এরপরই আরেক ওপেনার স্মৃতি ও হারমনপ্রীত উইন্ডিজ বোলারদের ওপর চড়াও হয়ে খেলতে থাকেন। বাকিদের তেমন অবদান না থাকলেও এই দুজন স্কোরবোর্ডে তার প্রভাব পড়তে দেননি। স্মৃতি ১১৯ বলে ১২৩ রান ও হারমনপ্রীত ১০৭ বলে ১০৯ রান করেন। ভারতের ইনিংস থামে ৩১৭ রানে, ৮ উইকেটের বিনিময়ে।

জবাবে ওয়েস্ট ইন্ডিজও বেশ ভালো শুরু করেছে। এ প্রতিবেদন লেখা পর্যন্ত বিনা উইকেটে তাদের সংগ্রহ ৯১ রান। ওপেনার ডিনড্রা ডোথিন ৪২ বলে ৫৯* ও হেইলি ম্যাথুস ২৬ বলে ৩২* রানে অপরাজিত থেকে ব্যাট করছেন।

খেলা বিভাগের আরো খবর

Link copied!