নারী বিশ্বকাপে মঙ্গলবার (১৫ মার্চ) ওয়েলিংটনে ওয়েস্ট ইন্ডিজ ও অস্ট্রেলিয়া মুখোমুখি হয়েছিল। উইন্ডিজের অল্প সংগ্রহ সহজেই টপকে ৭ উইকেটের জয় পায় অজিরা।
টস জিতে ওয়েস্ট ইন্ডিজ প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয়। দলের মাত্র ৪ রানে পরপর দুই উইকেটের পতন ঘটে। অধিনায়ক স্টেফানি টেইলর ওপেনার ডিনড্রা ডোথিনকে নিয়ে বিপর্যয় এড়ানোর চেষ্টা করেন। তবে ডিনড্রা ব্যক্তিগত ১৬ রানে ফিরে যান।
স্টেফানি অর্ধশতক (৫০) তুলে নেন। দলের পক্ষে সর্বোচ্চ সংগ্রহ তিনিই করেন। উইন্ডিজের ইনিংস গুটিয়ে যায় ৪৫.৫ ওভারে। সবকয়টি উইকেট হারিয়ে তাদের সংগ্রহ মাত্র ১৩১ রান।
জবাবে ১৩২ রানের লক্ষ্যে খেলতে নেমে মাত্র ৬ রানে অজিদের প্রথম উইকেটের পতন ঘটে। অ্যালিসা হিলি বোলার হ্যাইলি ম্যাথুসকে সহজ ক্যাচ তুলে দেন। ১ রানের ব্যবধানে তৃতীয় ব্যাটারও ফিরে যান। আরেক ওপেনার রাচেল হাইনেসের ৯৫ বলে ৮৩ রান দলের জয়ের ভিত গড়ে দেয়। মাত্র ৩০.২ ওভারে ৩ উইকেট হারিয়ে জয় পায় অজিরা।