আইসিসি নারী ওয়ানডে বিশ্বকাপের শেষ ম্যাচে আজ মাঠে নেমেছিল ভারত ও দক্ষিণ আফ্রিকা। ভারতের জন্য এই ম্যাচ ছিল বাঁচা-মরার লড়াই। হারলেই নক আউট পর্বে ওঠার আশা শেষ তাদের। এমন সমীকরণকে সামনে রেখে শ্বাসরুদ্ধকর ম্যাচে প্রোটিয়াদের কাছে ৩ উইকেটে হেরে গেছে ভারতের মেয়েরা।
রোববার (২৭ মার্চ) ক্রাইস্টচার্চে টস জিতে ভারত প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয়। স্মৃতি মান্ধানার ৭১, শেফালি ভার্মার ৫৩, মিতালি রাজের ৬৮ ও হারমনপ্রিত কৌরের ৪৮ রানের অবদানে ৭ উইকেটে ২৭৪ রানে থামে ভারতের ইনিংস।
জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই মাত্র ১৪ রানে উইকেট হারায় দক্ষিণ আফ্রিকা। তবে লরা ওলভার্ট ও লারা গুডঅল এরপর হাল ধরেন। লরা ৮০ ও লারা ৪৯ রানে আউট হন। তাদের বিদায়ের পর অধিনায়ক সুনে লুস ও মিগনন ডু প্রিজ বেশ ভালো ব্যাট চালাতে থাকেন।
সুনে ২২ রানে ফেরত যান। মারিজানে কেপের অবদান ৩২ রানের। শেষদিকে লড়াই জমে ওঠে। শ্বাসরুদ্ধকর ম্যাচে জয় পেতে প্রোটিয়াদের খরচ করতে হয় শেষ বলটিও। ৩ উইকেটের জয় নিয়ে মাঠ ছাড়ে অর্ধশতক হাঁকানো ডু প্রিজ। ম্যাচসেরার পুরস্কারও ওঠে তার হাতে।
ভারতের এই পরাজয়ে ওয়েস্ট ইন্ডিজের নক আউট পর্ব নিশ্চিত হয়েছে। প্রোটিয়াদের বিপক্ষে বৃষ্টিবিঘ্নিত ম্যাচে পয়েন্ট ভাগাভাগি করে বেশ মুষড়ে পড়েছিল তারা। ৭ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলে চতুর্থ স্থানে আছে উইন্ডিজরা। ১ পয়েন্ট কম ভারতের।