• ঢাকা
  • রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

এমবাপেকে রিয়ালে আনতে বেনজেমার প্রলোভন


ফারজানা ববি
প্রকাশিত: এপ্রিল ৫, ২০২২, ০৬:৩৭ পিএম
এমবাপেকে রিয়ালে আনতে বেনজেমার প্রলোভন
ছবি সংগৃহীত

পিএসজি তারকা কিলিয়ান এমবাপের রিয়াল মাদ্রিদে আসার গুজন বহু পুরনো। কিন্তু কোনোভাবেই তাকে দলে পাচ্ছে না স্প্যানিশ ক্লাবটি। প্যারিসে বেশ গোলের দেখা পাচ্ছেন এমবাপে। অন্যদিকে, মাদ্রিদেও দারুণ ফর্মে করিম বেনজেমা। তিনি চান এমবাপে রিয়ালে আসুক। তার ধারণা তারা দুজন মিলে একসাথে জুটিবদ্ধ হলে দুগুণ কিংবা তিন গুণ বেশি গোল করতে পারবেন।

এই জুটি আন্তর্জাতিক মঞ্চে একে অপরের সতীর্থ। তারা জাতীয় দলে একইসাথে খেলছে এবং এই বছরের শেষের দিকে কাতারে তাদের বিশ্বকাপের মুকুট রক্ষার লক্ষ্যে মাঠে নামবে।

এ বছরের জুনে পিএসজির সাথে মেয়াদ শেষ হবে এমবাপের। ধারণা করা হচ্ছে তিনি রিয়াল মাদ্রিদে আসবেন। তবে প্যারিসেই থেকে যাওয়ার জন্য এই ২৩ বছর বয়েসী তারকার উপর চাপ বাড়ছে।

বেনজেমা এই মৌসুমে রিয়ালের হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে ৩৪ গোল করেছেন। 

তিনি এমবাপেকে মাদ্রিদে চলে আসতে বলেন কী না জানতে চাইলে বেনজেমা বলেন, "হ্যাঁ, আমি প্রায়ই বলি। আমি তার সাথে জাতীয় দলে খেলতে পছন্দ করি। আমি তার সাথে ক্লাবেও খেলতে চাই। আমি মনে করি একসাথে আমরা দ্বিগুণ গোল করব, বা তিনগুণও হতে পারে। এমবাপের সাথে আমি জাতীয় দলে নিজেকে ভালোভাবে বুঝতে পারি কারণ আমরা জানি অন্যরা কী করতে চলেছে।"

Link copied!