• ঢাকা
  • শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

এক ঘন্টার মধ্যেই শেষ ভারত-পাকিস্তান ম্যাচের টিকিট 


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: অক্টোবর ৬, ২০২১, ০৪:৪৪ পিএম
এক ঘন্টার মধ্যেই শেষ ভারত-পাকিস্তান ম্যাচের টিকিট 

দুই চিরপ্রতিদ্বন্ধী ভারত-পাকিস্তানের ম্যাচের জন্য মুখিয়ে থাকেন বিশ্বজোড়া ভক্তরা। বিশ্বকাপ ছাড়া কালে-ভদ্রে দেখা হয় দুই দলের। তাই বিশ্বকাপে এই দুই দলের ম্যাচের জন্য অপেক্ষায় থাকে ভক্তরা। এজন্য আসন্ন বিশ্বকাপে দুই দলের ম্যাচের টিকিট ছাড়ার এক ঘন্টার মধ্যে ফুরিয়ে গেছে সবগুলো টিকিট। 

আসন্ন ১৭ অক্টোবর থেকে শুরু হবে এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ। উদ্বোধনী দিনেই মাঠে নামবে বাংলাদেশ। প্রথম ম্যাচে টাইগারদের প্রতিপক্ষ স্কটল্যান্ড। অবশ্য বিশ্বকাপ শুরু হওয়ার পর ভারত-পাকিস্তানের ম্যাচের জন্য খুব বেশী একটা সময় অপেক্ষা করতে হবে না ক্রীড়া প্রেমীদের। 

আগামী ২৪ অক্টোবর অনুষ্ঠিত হবে ভারত-পাকিস্তান ম্যাচের মহারণ। এই ম্যাচের জন্য বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি টিকিট ছাড়ার এক ঘণ্টার মধ্যে শেষ হয়েছে সব গুলো টিকিট। 

২০১৯ সালের বিশ্বকাপের পর প্রায় দুই বছর পর মুখোমুখি যাচ্ছে ভারত-পাকিস্তান। বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচের জন্য জেনারেল, জেনারেল ইস্ট, প্রিমিয়াম, প্যাভিলিয়ন ইস্ট ও প্লাটিনামের টিকিট ছাড়া হয়। প্রিমিয়াম ও প্লাটিনাম টিকিটের মূল্য ছিল সর্বোচ্চ। ১৫০০ ও ২৬০০ দিরহামেও টিকিট কেটেছেন ক্রিকেটপ্রেমীরা।

Link copied!