• ঢাকা
  • রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

একাদশ নির্বাচনটা কিন্তু নির্বাচক প্যানেল করে না: নান্নু 


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ডিসেম্বর ৯, ২০২১, ০৮:২২ পিএম
একাদশ নির্বাচনটা কিন্তু নির্বাচক প্যানেল করে না: নান্নু 

টানা ব্যর্থতার মধ্যে দিয়েই যাচ্ছে বাংলাদেশ দল। হতাশার বিশ্বকাপ শেষে ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে নাস্তানাবুদ হয়েছে টাইগাররা। ঘরের মাঠে খেলা হলে যেখানে জয় ছাড়া ভিন্ন কিছু চিন্তা করত না বাংলাদেশ, সেখানে পাকিস্তানের বিপক্ষে হোয়াইট ওয়াশ। ফলে দলের এমন ব্যর্থতার দায় এসেছে নির্বাচকদের কাঁধে। তবে দলে কে খেলবেন তা নিয়ে কয়েক ধাপে নির্বাচন করা হয় বলে জানিয়েছেন বিসিবির প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু। 

বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে নান্নু বলেন, ‘আমরা যখন খেলতাম, তখনও খারাপ খেললে একটা চিন্তা থাকতো মুখ দেখাবো কি করে মোহামেডানের সমর্থকদের, আবাহনীর সমর্থকদের। এখন দেশ যখন খারাপ খেলছে সমালোচনা হবে স্বাভাবিক। কিন্তু কিছু কিছু জায়গায় বোঝা উচিৎ, একাদশ নির্বাচনটা কিন্তু নির্বাচক প্যানেল করে না।’

দলে খেলোয়াড় নির্বাচনের কাজ নির্বাচকদেরই করতে হয়। যারা দলে চান্স পাচ্ছে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার মধ্যে দিয়ে তাদের যেতে হয় জানিয়ে নান্নু বলেন, ‘এই যে খেলোয়াড়গুলো আমরা আনছি এটা কারা দিচ্ছে? ঘরোয়া ক্রিকেটে খেলাতো আমরা দেখছি। টিম ম্যানেজমেন্ট তো খেলা দেখেনা। কোচরাতো ওরকম খেলোয়ারই চিনে না। যে খেলোয়াড়গুলো আমরা দিচ্ছি সবইতো খেলা দেখে, পারফরম্যান্স সহ সব দিক দেখে নির্বাচন করি।’

দলে খেলোয়াড় নির্বাচনের ধাপ নিয়ে নান্নু বলেন, ‘সমালোচনা করলে তো অনেক কিছু শুনতে পাবেন। আপনি দেখেন দল নির্বাচনে দুইটা স্তর আছে। একটা আমরা হেড কোচের সাথে মিটিং করি। তারপরে অধিনায়কের সাথে করি। দুইটা মিটিং শেষ হলো, এরপর দলটা প্রস্তুত করে আমরা ক্রিকেট পরিচালনা বিভাগে দিই। ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান হয়ে মাননীয় সভাপতির কাছে যায় অনুমোদনের জন্য। কয়টা স্তরে যেতে হয়? অধিনায়ক, কোচ, ক্রিকেট পরিচালনা বিভাগ হয়ে বোর্ড সভাপতি।’

এই বিষয়ে নান্নু আরও বলেন, ‘যেহেতু উনি বোর্ড সভাপতি অবশ্যই উনি দল নিয়ে জিজ্ঞেস করবেন যে দল কেমন হচ্ছে। এটা সমালোচনা না, সিস্টেমই এটা। আমি অধিনায়ক, কোচকে বাদ দিয়েতো দল প্রস্তুত করতে পারবোনা। এরপর ক্রিকেট পরিচালনা বিভাগ হয়ে বোর্ড সভাপতির কাছে আসে। ৫ টা স্তর হয়ে দল নির্বাচন হয়। এখন দল খারাপ করলে সব দিক দিয়ে সমালোচনা হয়। যখন জিতে তখন কিন্তু কোনো সমালোচনাই করা হয়না।’

Link copied!