• ঢাকা
  • রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

একমাত্র টেস্টে হারল টাইগার যুবারা 


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: সেপ্টেম্বর ২৫, ২০২১, ০৪:২২ পিএম
একমাত্র টেস্টে হারল টাইগার যুবারা 

সিলেটে আফগানিস্তান অনুর্ধ-১৯ দলের বিপক্ষে একমাত্র যুব টেস্টে মুখোমুখি হয়েছিল বাংলাদেশ অনুর্ধ-১৯। এই টেস্টে দুর্দান্ত লড়াই করেও ৩ উইকেটে হেরেছে বাংলাদেশ অনুর্ধ-১৯। 

একমাত্র এ টেস্টে টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় টাইগার যুবা অধিনায়ক আইচ মোল্লা। আফগান বোলারদের বোলিং তুপে পড়ে মাত্র ১৬২ রানেই গুটিয়ে যায় বাংলাদেশ। সর্বোচ্চ ৩৯ রান করেন অধিনায়ক আইস মোল্লা, অপেনার ইফতিখারের ব্যাট থেকে আসে ৩৭ রান। বিলাল সামি ও ইজহারুলহক নাভিদের শিকার যথাক্রমে ৫ ও ৪ উইকেট। 

নিজেদের প্রথম ইনিংসে বিলাল সাইদির সেঞ্চুরিতে ২৮১ রান করে আফগান যুবারা। আশরাফুল আলমের শিকার তিন উইকেট। এছাড়া আইচ মোল্লা নেন দুই উইকেট। 

নিজেদের প্রথম ইনিংস থেকে দ্বিতীয় ইনিংসে ভালো ব্যাট করে টাইগার যুবারা। নাবিলের ৭৬, আইচ মোল্লার ৪০ রানে ভর করে ২২৮ রানে থামে জুনিয়র টাইগাররা। 

জবাবে ব্যাট করতে নেমে বিলাল সাইদির ৫৪ ও কারমান হোটাকের ২০ রানে ৩ উইকেট হাতে রেখেই লক্ষ্যে পৌঁছে যায় আফগান যুবারা। 

রিপন মন্ডল, মুশফিক হাসান ও আইচ মোল্লা নেন দুইটি করে উইকেট। 

Link copied!