• ঢাকা
  • বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১১ জমাদিউস সানি ১৪৪৬
নারী বিশ্বকাপ 

উত্তেজনাপূর্ণ ম্যাচে প্রোটিয়াদের কাছে নিউজিল্যান্ডের হার


ফারজানা ববি
প্রকাশিত: মার্চ ১৭, ২০২২, ০৩:১১ পিএম
উত্তেজনাপূর্ণ ম্যাচে প্রোটিয়াদের কাছে নিউজিল্যান্ডের হার
ছবি সংগৃহীত

হ্যামিল্টনে প্রমীলা বিশ্বকাপে বৃহস্পতিবার (১৭ মার্চ) মুখোমুখি হয়েছিল স্বাগতিক নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা। কিউইদের বিপক্ষে হাড্ডাহাড্ডি লড়াইয়ের ম্যাচে প্রোটিয়ারা ম্যাচ জিতে নিয়েছে ২ উইকেটে।

টস জিতে নিউজিল্যান্ড প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয়। শুরুতেই সুজি বেটস দলের ৬ রানে বিদায় হন। তবে আরেক ওপেনার সোফি ডিভাইন অ্যামেলিয়া কেরকে সাথে নিয়ে দলেকে বিপর্যয়মুক্ত করেন। দলের ৮৭ রানে কের আউট হন ব্যক্তিগত ৪৪ রানে। তবে সোফি ৯৩ রানের দুর্দান্ত ইনিংস উপহার দেন।

বাকি ব্যাটারদের মধ্যে ম্যাডি গ্রিন ৩০ ও ব্রুক হলিডে ২৪ রান করেন। কিউইদের ইনিংস থামে ৪৭.৫ ওভারে। সবকয়টি উইকেট হারিয়ে তারা দলের সাথে যুক্ত করে ২২৮ রান।

জবাবে ব্যাট করতে নেমে মাত্র ২৫ রানে প্রথম উইকেট হারায় দক্ষিণ আফ্রিকা। আরেক ওপেনার লরা ওলভার্ড ও তাজমিন ব্রিটস ভালো সংগ্রহের পথে হাঁটেন। দলের ৭৩ রানে তাজমিন ১৮ রানে আউট হন। তবে লরা ৯৪ বলে ৬৭ রান করেন। এছাড়া অধিনায়ক সুনে লুস ৫১ রান করেন। মারিজানে কেপের ৩৪ রানও দলের জয়ের জন্য বেশ সহায়ক ভূমিকা রাখে।

শেষদিকে ম্যাচ জমে ওঠে। কিউইরা উইকেট তুলে নিচ্ছিল অন্যদিকে প্রোটিয়াদের রানের গতি কমে আসে। তবে কেপের অসাধারণ দৃঢ়তায় ৩ বল বাকি রেখে ২ উইকেটে ম্যাচ জিতে নেয় প্রোটিয়ারা।

Link copied!