ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ২-০ তে এগিয়ে গেছে ভারত। বুধবার (৯ ফেব্রুয়ারি) দ্বিতীয় ম্যাচে জয়ের পাশাপাশি সিরিজও নিজেদের করে নিয়েছে রোহিত শর্মার অধীনের দলটি।
আহমেদাবাদে টস জিতে ওয়েস্ট ইন্ডিজ ভারতকে ব্যাট করতে আমন্ত্রণ জানায়। নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেটে ভারত সংগ্রহ করে ২৩৭ রান। ওয়েস্ট ইন্ডিজ গুটিয়ে যায় ১৯৩ রানেই।
প্রথমে ব্যাট করতে নেমে অধিনায়ক রোহিত আউট হয় দলীয় ৯ রানেই। ৩৯ রানে ফেরেন ঋষভ পন্থও। দুই ওপেনারের বিদায়ের পর সাবেক অধিনায়ক বিরাট কোহলিও ফেরেন। এরপর হাল ধরেন সূর্যকুমার যাদব ও লোকেশ রাহুল। যাদব দলের সঙ্গে যোগ করেন ৬৪ রান, রাহুল ১ রানের জন্য অর্ধশতক ছুঁতে ব্যর্থ হন।
অন্যদিকে উইন্ডিজের ইনিংসে ধস নামান তরুণ প্রসিদ্ধ কৃষ্ণা। ২৫ বছর বয়সী পেসার ৯ ওভারে ৩ মেডেনসহ মাত্র ১২ রান দিয়ে পেয়েছেন ৪ উইকেট। তার পেস আক্রমণে ব্যাটারদের মধ্যে সর্বোচ্চ ৪৪ রান করতে পারেন শামারাহ ব্রুকস। ১৯৩ রানেই সব কটি উইকেট হারায় ওয়েস্ট ইন্ডিজ। ফলে ভারত ম্যাচ জিতে নেয় ৪৪ রানে। প্রসিদ্ধ হন ম্যাচসেরা।