• ঢাকা
  • রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ জমাদিউস সানি ১৪৪৬

ইয়াসিরের দুঃখ প্রকাশে চট্টগ্রামে থাকছেন মিরাজ


ফারজানা ববি
প্রকাশিত: জানুয়ারি ৩১, ২০২২, ১১:৫৩ এএম
ইয়াসিরের দুঃখ প্রকাশে চট্টগ্রামে থাকছেন মিরাজ

অবশেষে শেষ হয়েছে মেহেদি হাসান মিরাজকে নিয়ে নাটকের অবসান। বিপিএলের চট্টগ্রাম চ‍্যালেঞ্জার্স ফ্র্যাঞ্চাইজির স্বত্বাধিকারী রিফাত উজ জামানের হস্তক্ষেপে মিটেছে ঝামেলা। ইয়াসিরের দুঃখ প্রকাশে খেলা চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন চট্টগ্রাম দলের হয়ে সর্বোচ্চ উইকেটধারী এই খেলোয়াড়।

চট্টগ্রামের একটি হোটেলে রোববার (৩০ জানুয়ারি) রাতে মিরাজকে নিয়ে সংবাদ সম্মেলনে আসেন দলের কর্ণধার রিফাত। যদিও সংবাদ সম্মেলন শুরুর আগেই ইয়াসির সেখান থেকে চলে যান।

রিফাত জানান, যোগাযোগের ঘাটতির কারণে ভুল-বোঝাবুঝি হয়েছে। মিরাজকে ম্যাচের মাত্র ৩ ঘণ্টা আগে নেতৃত্ব না থাকার ব্যাপারটি জানানো ঠিক হয়নি।

গতকাল সাংবাদিকদের সঙ্গে কথা বলার একপর্যায়ে মিরাজ জানিয়েছেন, ইয়াসির দলে থাকলে তিনি খেলবেন না। এই বিষয়টার সমাধান হয়েছে এবং ইয়াসির দুঃখ প্রকাশ করেছে।

রিফাত বলেন, “তাদের মধ‍্যে (মিরাজ ও ইয়াসির) যোগাযোগে ত্রুটি ছিল। সেগুলো এখন আর নেই। আর ইয়াসিরের দিক থেকে যে যোগাযোগে ঘাটতি ছিল, সে যে ভুল করেছে, সেগুলোর জন্য সে ‘সরি’ বলেছে। একই সঙ্গে কথাগুলো পরিষ্কার করে নিয়েছে, কোথায় কোথায় কোন জায়গায় গ‍্যাপ হয়েছিল। ওই জায়গাটা তারা দুইজনে সমাধান করে নিয়েছে। কথা বলেছেন, সেটা আমার সামনেই হয়েছে। ইয়াসিরের ব্যাপারটার সমাধান হয়েছে।”

Link copied!