শুক্রবার (১১ মার্চ) ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তার জেবিকে এএইচএফ কাপ হকিতে জিতেছে বাংলাদেশ। পুল-বি এর ম্যাচে স্বাগতিক ইন্দোনেশিয়াকে ৭-২ গোলে হারায় তারা।
প্রথম কোয়ার্টারে পেনাল্টি কর্নার থেকে এক গোলে এগিয়ে থাকে বাংলাদেশ। দ্বিতীয় কোয়ার্টারে তিন গোল করে স্বস্তির নিশ্বাস ছাড়ে তারা। ফলে ম্যাচ পুরোপুরি বাংলাদেশের নিয়ন্ত্রণে চলে আসে।
চতুর্থ ও শেষ কোয়ার্টারের ৪৯ মিনিটে স্কোরলাইন ৫-০ হয়। শেষ দিকে আরও দুটি গোল করে বড় ব্যবধানে জয়ের পথে এগিয়ে যায় বাংলাদেশ। ইন্দোনেশিয়া গোল পেতে বেশ আগ্রাসী হয়ে ওঠে। দুই গোল পরিশোধ করে তারা ব্যবধান কমায়।
বাংলাদেশের খোরশেদুর রহমান দুই গোল করেন। একটি করে গোল পান রোমান সরকার, রাসেল মাহমুদ জিমি, পুস্কর ক্ষীসা মিমো, আরশাদ হোসেন ও সোহানুর রহমান সবুজ।
আগামী সোমবার বাংলাদেশ দ্বিতীয় ম্যাচে সিঙ্গাপুরের বিপক্ষে খেলবে।