• ঢাকা
  • সোমবার, ১৬ ডিসেম্বর, ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ জমাদিউস সানি ১৪৪৬

ইন্টারের বিপক্ষে হেরেও সুখবর পেল লিভারপুল


ফারজানা ববি
প্রকাশিত: মার্চ ৯, ২০২২, ০৯:৫৯ এএম
ইন্টারের বিপক্ষে হেরেও সুখবর পেল লিভারপুল

মঙ্গলবার রাতে অ্যানফিল্ডে শেষ ষোলোর দ্বিতীয় লেগে লিভারপুলের বিপক্ষে ১-০ গোলে জিতেছে ইতালিয়ান ক্লাব ইন্টার মিলান। তবে প্রথম লেগে ২-০ গোলে জেতায় ২-১ এর অগ্রামিতায় পরের ধাপ নিশ্চিত করেছে লিভারপুল।

ম্যাচের শুরু থেকেই দুদল অগোছালোভাবে খেলতে থাকে। ম্যাচের ৩০ মিনিটে প্রথম সুযোগ পায় লিভারপুল। তবে গোলবঞ্চিত হয় তারা। ৪১ মিনিটে ইন্টারও সুযোগ পায়। তবে দুর্বল ফ্রি কিক ঝাঁপিয়ে পড়ে ঠেকান গোলরক্ষক অ্যালিসন বেকার।

প্রথমার্ধ গোলশূন্য থেকে দুদল দ্বিতীয়ার্ধ শুরু করে। প্রথমার্ধে নিষ্প্রভ থাকা মার্টিনেজ ম্যাচের ৬০ মিনিটে প্রথম দারুণ একটি সুযোগ পান। কিন্তু দলকে হতাশ করেন এই আর্জেন্টাইন। তবে পরের মিনিটেই দলকে গোলের আনন্দে ভাসান এই স্ট্রাইকার। সানচেসের অ্যাসিস্টে ডি-বক্সের বাইরে থেকে দুর্দান্ত এক শটে গোল পান তিনি।

ম্যাচে আর কোনো গোল না হলে ১-০ ব্যবধানেই শেষ হয় ম্যাচটি। তবে জয়ের আনন্দ ম্যাচ শেষে স্থায়ী হয়নি মিলান শিবিরে। অন্যদিকে, সুযোগ পেয়েও গোল পেতে ব্যর্থ লিভারপুল মাঠ ছাড়ে হাসিমুখেই।

Link copied!