• ঢাকা
  • বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ১০ জমাদিউস সানি ১৪৪৬

ইউরোপা লিগে রাতে হারলেই বার্সার বিদায়


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: মার্চ ১৭, ২০২২, ০৫:৫৭ পিএম
ইউরোপা লিগে রাতে হারলেই বার্সার বিদায়
ছবি সংগৃহীত

উয়েফা চ্যাম্পিয়নস লিগে আগেই বিদায় ঘন্টা বেজেছে স্প্যানিশ ক্লাব বার্সেলোনার। যার কারণে দল নেমে গেছে ইউরোপা লিগে। কাতালান ক্লাবটি প্রথম রাউন্ডে জয় পেলেও কোয়ার্টার ফাইনালে যাওয়া অনিশ্চিত হয়ে পড়েছে। আজ রাতের ম্যাচে হারলেই ছিটকে যেতে হবে টুর্নামেন্ট থেকে।

বৃহস্পতিবার (১৭ মার্চ) রাতে গ্যালাটাসারের বিপক্ষে ১৬তম রাউন্ডের দ্বিতীয় লেগে মাঠে নামবে বার্সেলোনা। বাংলাদেশ সময় রাত ১১টা ৪৫ মিনিটে তুরস্কের ক্লাব গ্যালাটাসারের মাঠে খেলবে বার্সা। ম্যাচটি টেন-২ সরাসরি সম্প্রচার করবে।

প্রথম লেগ ঘরের মাঠে গোলশূণ্য ড্র করেছিল জাভির শিষ্যরা। এই ম্যাচে হারলেই টুর্নামেন্ট থেকে বিদায় নিতে হবে তাদের। আর জয় পেলে কোয়ার্টার ফাইনালে চলে যাবে মেসিবিহীন বার্সা।

বার্সেলোনা শিবিরে টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়ার আতঙ্ক থাকলেও গ্যালাটাসারের বিপক্ষে তাদের অতীত পরিসংখ্যান নিজেদের দখলেই রয়েছে। এর আগে ৯ ম্যাচে মুখোমুখি হয়ে এখন পর্যন্ত একবারই হেরেছে বার্সা, সেটা আবারও ২৮ বছর আগে।

Link copied!