• ঢাকা
  • শুক্রবার, ১৩ ডিসেম্বর, ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১১ জমাদিউস সানি ১৪৪৬

ইউক্রেনে আগ্রাসনের প্রতিবাদে কোচের দায়িত্ব থেকে পদত্যাগ


ফারজানা ববি
প্রকাশিত: মার্চ ২, ২০২২, ০৮:৪৯ এএম
ইউক্রেনে আগ্রাসনের প্রতিবাদে কোচের দায়িত্ব থেকে পদত্যাগ

রাশিয়ার ফুটবল দল লোকোমোটিভ মস্কোর দায়িত্বে ছিলেন জার্মান কোচ মার্কাস গিসডল। সাম্প্রতিক সময়ে রাশিয়ার ইউক্রেনে আক্রমণের প্রতিবাদে তিনি দলটি থেকে পদত্যাগ করেছেন। অবশ্য ক্লাব কর্তৃপক্ষ দাবি করেছে, তাকে কোচের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

জার্মান গণমাধ্যম বিল্ডে প্রকাশিত এক বিবৃতিতে গিসডল বলেছেন, ইউক্রেনে যে ধরনের ঘটনা ঘটছে তাতে তিনি এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন।

৫২ বছর বয়সী গিসডল বলেন, “আমি এমন একটি দেশে কাজ চালিয়ে যেতে পারি না, যে দেশের নেতা অন্য একটি দেশে আগ্রাসনের জন্য দায়ী। এটি আমার মূল্যবোধের সাথে যায় না। তাই দেরি না করে কোচের পদ থেকে পদত্যাগ করেছি। এটা আমার একেবারে ব্যক্তিগত সিদ্ধান্ত।”

অবশ্য রাশিয়ান এই ক্লাবটি বলেছে তাকে বরখাস্ত করা হয়েছে।

লোকোমোটিভ মস্কোর পক্ষ থেকে বলা হয়, মার্কাস গিসডলকে লোকোমোটিভের প্রধান কোচের পদ থেকে বরখাস্ত করা হয়েছে। ক্লাব আগের মতোই যথারীতি চলবে এবং দল সর্বোচ্চ ভালো ফলাফলের দিকে মনোনিবেশ করছে।

জার্মান কোচ গিসডল এর আগে তার কোচিং ক্যারিয়ার শুরু করেছিলেন নিজের দেশেই। ফিফা এবং উয়েফা রাশিয়ার জাতীয় দল এবং রাশিয়ান ক্লাবগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সমস্ত প্রতিযোগিতা থেকে নিষেধাজ্ঞা আরোপ করার একদিন পরেই গিসডলের ব্যাপারে এমন সিদ্ধান্ত আসে।

খেলা বিভাগের আরো খবর

Link copied!