২০১৮ সালের জুন মাসে বাংলাদেশের সাথে যাত্রা শুরু হয়য় স্টিভ রোডসের। জাতীয় ক্রিকেট দলের প্রধান হিসেবে তাঁর অধীনে বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দেশের মাটিতে টেস্ট ও ওয়ানডে সিরিজ জিতেছিল।
সেই সঙ্গে আয়ারল্যান্ডে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ত্রিদেশীয় সিরিজও জিতে টাইগাররা। ২০১৯ ওডিআই বিশ্বকাপে বাংলাদেশ দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ এবং আফগানিস্তানকে পরাজিত করে।
যদিও প্রথম রাউন্ডের পাঁচটি ম্যাচ হেরে দশ দলের মধ্যে অষ্টম স্থানে শেষ করে। তাই টুর্নামেন্টের পর চাকরি থেকে সরিয়ে দেওয়া হয় রোডসকে।
এদিকে সম্প্রতি রাসেল ডোমিঙ্গোর উত্তরসূরির খোঁজে নেমেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আলোচনায় এসেছে স্টিভ রোডসের নামও। টাইগারদের ব্যাটিং কোচ হিসেবেও অনেকের পছন্দের তালিকায় আছেন এই ইংলিশ ক্রিকেট কোচ। এর মাঝেই সোমবার বাংলাদেশে পৌঁছেছেন তিনি।
তবে বিসিবি নয়, বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) জন্য কুমিল্লা ভিক্টোরিয়ান্স তাদের কারিগরি উপদেষ্টা হিসেবে নিয়োগ করেছে স্টিভ রোডসকে।
২০১৯ সালের জুলাইয়ে বাংলাদেশ জাতীয় দলের পদ থেকে সরে যাওয়ার পর এটিই রোডসের প্রথম অ্যাসাইনমেন্ট। বাংলাদেশের পর আর কোথাও যোগ দেননি তিনি।
ভিক্টোরিয়ান্সের প্রধান কোচ মোহাম্মদ সালাহউদ্দিন বলেন, "তিনি খুবই অভিজ্ঞ কোচ। তিনি বাংলাদেশের সবচেয়ে সফল কোচদের একজন ছিলেন। আমরা অবশ্যই তার কাছ থেকে অনেক ভালো পরামর্শ পেতে পারি। আমি অবশ্যই তার কাছ থেকে শিখতে পারি। তিনি একজন ভদ্রলোক। দলের সাথে তার ভূমিকা সম্পর্কে তাকে পরিষ্কার করা হয়েছে। তিনি ইতিমধ্যে কিছু ভালো পরামর্শ দিয়েছেন।"
অন্যদিকে বিপিএলের এই মৌসুমে খুলনা টাইগার্সের প্রধান কোচ হিসেবে ল্যান্স ক্লুজনার, চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের প্রধান কোচ হিসেবে পল নিক্সন এবং বোলিং কোচ হিসেবে শন টেইট এবং সিলেট সানরাইজার্স তাদের প্রধান কোচ হিসেবে নিয়োগ দিয়েছে মেরভিন ডিলনকে।
ভিক্টোরিয়ানরা এখন পর্যন্ত দুটি বিপিএল আসরের শিরোপা জিতেছে। প্রথম ২০১৫-১৬ সালে, তখন তারা ফাইনালে বরিশাল বুলসকে পরাজিত করেছিল। এবং তারপরে আবার ২০১৮-১৯ সালে, তারা ফাইনালে ঢাকা ডায়নামাইটসকে হারিয়েছিল। ২০১২ সালের প্রথম মৌসুম থেকেই তাদের প্রধান কোচ ছিলেন সালাহউদ্দিন।