শনিবার রাতে (১৯ ফেব্রুয়ারি) সান্তিয়াগো বার্নাব্যুতে লা লিগার ম্যাচে আলাভেসের বিপক্ষে ৩-০ গোলে জিতেছে রিয়াল মাদ্রিদ। প্রথমার্ধে গোলশূন্য থাকা ম্যাচটি দ্বিতীয়ার্ধে দারুণভাবে দাপট দেখিয়ে নিজেদের দখলে নেয় মাদ্রিদ।
গত বছর আগস্টে আলাভেসকে ৪-১ গোলে হারিয়েই লিগে যাত্রা শুরু করেছিল রিয়াল। তবে এই ম্যাচের প্রথমার্ধে কেবল আক্রমণই করে যায় রিয়াল। কিন্তু বারবার গোল পেতে ব্যর্থ হচ্ছিল লিগের শীর্ষে থাকা রিয়াল। তাদের ব্যর্থতার সুযোগে প্রতিপক্ষ আলাভেসও কয়েকটি সুযোগ তৈরি করেছিল। তবে সফল হয়নি।
দ্বিতীয়ার্ধের ৬৩ মিনিটে কাঙ্ক্ষিত গোলের দেখা পায় রিয়াল মাদ্রিদ। প্রায় ২২ গজ দূর থেকে দারুণ শটে দলকে গোল পাইয়ে দেন স্প্যানিশ ফরোয়ার্ড এম. অ্যাসেন্সিও। ম্যাচের ৮০ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন ভিনিসিয়াস জুনিয়র।
রিয়াল তৃতীয় গোলের দেখা পায় অতিরিক্ত সময়ে। এবার করিম বেনজেমার গোলে ব্যবধান ৩-০ করে মাঠ ছাড়ে রিয়াল মাদ্রিদ। এবারের আসরে বেনজেমার এটি ১৮তম গোল।
২৫ ম্যাচে ১৭ জয় ও ৬ ড্রয়ে ৫৭ পয়েন্ট নিয়ে লিগে পয়েন্ট টেবিলের শীর্ষে রিয়াল মাদ্রিদ। ২৪ ম্যাচে ৫০ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের দ্বিতীয় দল সেভিয়া।