• ঢাকা
  • সোমবার, ১৬ ডিসেম্বর, ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ জমাদিউস সানি ১৪৪৬
অনূর্ধ্ব-১৯ যুব বিশ্বকাপ

আম্পায়ারের করোনা : বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচ বাতিল


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ডিসেম্বর ২৮, ২০২১, ০৪:২৭ পিএম
আম্পায়ারের করোনা : বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচ বাতিল

দুই আম্পায়ারের করোনা পজিটিভ হওয়ায় অনূর্ধ্ব-১৯ যুব বিশ্বকাপের বাংলাদেশ বনাম শ্রীলঙ্কার মধ্যকার ম্যাচটি বাতিল করা হয়েছে।

মঙ্গলবার (২৮ ডিসেম্বর) এক টুইট বার্তায় এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি) এ তথ্য জানায়।

টুইটে বলা হয়, “এটা নিশ্চিত করা যাচ্ছে যে দুইজন অফিশিয়াল কোভিড পজিটিভ হয়েছেন। তারা নিরাপদে আছেন ও টুর্নামেন্টের প্রটোকল অনুযায়ী তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে। এই ম্যাচের সঙ্গে জড়িত সবাইকে পরীক্ষা করা হবে ও ফল আসা পর্যন্ত আইসোলেশনে রাখা হবে। সেমিফাইনাল নিয়ে তথ্য যথাসময়ে জানিয়ে দেওয়া হবে।“

ম্যাচ বাতিল হলেও পয়েন্ট টেবিলের শীর্ষে থেকে সেমিফাইনাল নিশ্চিত করল বাংলাদেশ। সমান পয়েন্ট নিয়ে রান রেটে পিছিয়ে গ্রুপ রানার্সআপ শ্রীলঙ্কা।

সেমিতে বাংলাদেশ প্রতিপক্ষ হিসেবে পাবে ভারতের যুবাদের। অপর দিকে শ্রীলঙ্কা সেমিফাইনালে প্রতিপক্ষ হিসেবে পেতে যাচ্ছে পাকিস্তানকে।

Link copied!