দক্ষিণ আফ্রিকার মাটিতে তাদের বিপক্ষে দীর্ঘ ২০ বছর পর জয় পেয়েছে বাংলাদেশ ক্রিকেট দল। তিন ফরম্যাট মিলে আগের ১৯ ম্যাচে টানা হারলেও ২০তম ম্যাচে এসে প্রোটিয়াদের বিপক্ষে ৩৮ রানের জয় পেয়েছে তামিম ইকবালের নেতৃত্বাধীন বাংলাদেশ।
চলতি বছরের শুরুতেও প্রথমবারের মতো নিউজিল্যান্ডের মাটিতে স্বাগতিকদের বিপক্ষে টেস্ট ম্যাচে জয় পেয়েছিল টাইগাররা।
এই বছর বাংলাদেশের ক্রিকেট সূচিতে অনেকগুলো ম্যাচ রয়েছে। আগস্টে এশিয়া কাপের পর অক্টোবর-নভেম্বরে অস্ট্রেলিয়ায় হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। এছাড়াও দ্বিপাক্ষিক কয়েকটা সিরিজে দেশে ও দেশের বাইরে লড়াই করবে তামিম-সাকিবরা।
নতুন বছরে শুরুতেই দারুণ দুই সাফল্যের পর এবার বড় স্বপ্ন দেখছেন বাংলাদেশের অফস্পিনিং অলরাউন্ডার মেহেদি হাসান মিরাজ। বিশেষ করে চলতি বছর হতে যাওয়া বড় দুটি টুর্নামেন্টে জয়ের ইচ্ছার কথা জানান তিনি।
শনিবার (১৯ মার্চ) বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সরবরাহকৃত এক ভিডিওবার্তায় মিরাজ বলেছেন, ‘‘স্বপ্ন যদি বড় না থাকে তাহলে তো এগোনো যায় না। আমাদের সবার স্বপ্ন অনেক বড়। আমরা ভালো কিছু করতে চাই। দেশে যেমন সিরিজ জিতি বাইরেও জিততে চাই। আমরা এশিয়া কাপ, বিশ্বকাপ জিততে চাই।’’
আইসিসি আয়োজিত টুর্নামেন্টে বাংলাদেশ দল ফাইনালের দেখা পায়নি। মাশরাফির নেতৃত্বে ২০১৫ বিশ্বকাপে কোয়ার্টার ফাইনাল ও ২০১৭ চ্যাম্পিয়নস ট্রফির স্বপ্ন শেষ হয় সেমিফাইনালে। এছাড়া ২০১২, ২০১৬ আর ২০১৮ সালে এশিয়া কাপের ফাইনালে উঠেও শিরোপা ছোঁয়া হয়নি ভাগ্য দোষে।
মিরাজের ভাবনা, এবার বড় মঞ্চে দলগতভাবে কিছু অর্জন করার ক্ষুধা বাংলাদেশ দলের। তিনি আরও যোগ করেন, ‘‘আমাদের তেমনই চিন্তা-ভাবনা, আমরা কীভাবে বিশ্বকাপ চ্যাম্পিয়ন হতে পারি এবং দেশের বাইরে সিরিজ জিততে পারি। এখন আমরা সেভাবেই পরিকল্পনা করছি এবং প্রক্রিয়া অনুসরণ করছি। আমরা কীভাবে ভালো ক্রিকেট খেলে, আমরা জয় অর্জন করতে পারি।’’