• ঢাকা
  • বুধবার, ১১ ডিসেম্বর, ২০২৪, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ১০ জমাদিউস সানি ১৪৪৬

আব্রামোভিচকে চেলসির পরিচালক হিসেবে অযোগ্য ঘোষণা


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: মার্চ ১৩, ২০২২, ০৫:১৫ পিএম
আব্রামোভিচকে চেলসির পরিচালক হিসেবে অযোগ্য ঘোষণা
ছবি সংগৃহীত

ইউক্রেনে রাশিয়ার সামরিক আগ্রাসনের জেরে ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব চেলসির মালিক রোমান আব্রামোভিচের ওপর ব্রিটিশ সরকার নিষেধাজ্ঞা জারি করেছিল। এবার রুশ নাগরিক আব্রামোভিচকে ক্লাবের পরিচালক হিসেবেও অযোগ্য ঘোষণা করল প্রিমিয়ার লিগ কর্তৃপক্ষ।

গতকাল শনিবার (১২মার্চ) এক বিবৃতিতে বিষয়টি জানিয়েছে লিগ কর্তৃপক্ষ।

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে নিবিড় সম্পর্কের কথা উল্লেখ করে গত বৃহস্পতিবার যুক্তরাজ্য সরকার সেদেশে তার সব সম্পদ জব্দ করে। এছাড়া দেশটিতে ভ্রমণেও নিষেধাজ্ঞা জারি করে। ফলে সম্প্রতি ক্লাব বিক্রির যে ঘোষণা দিয়েছিলেন আব্রামোভিচ, তার প্রক্রিয়াও আপাতত থমকে যায়। 

তবে পুতিনের সঙ্গে সম্পর্কের কথা সবসময় গুজব বলেই উড়িয়ে দিয়েছেন আব্রামোভিচ। মাঝে যুক্তরাজ্যের পার্লামেন্টে আব্রামোভিচের ওপরও নিষেধাজ্ঞা আরোপের দাবি করেছিলেন পার্লামেন্ট সদস্যরা। এরপরই ক্লাবের অভিভাবকত্ব হস্তান্তরের ঘোষণা দিয়ে একমাস আগেই ক্লাব বিক্রি করে দেওয়ার ঘোষণা দেন ধনাঢ‍্য এই ব্যবসায়ী। আপাতত সেটার কোন সম্ভাবনা নেই। একই কারণে চলতি মৌসুমের বাকি ম্যাচগুলোতে চেলসি নতুন করে টিকেট বিক্রি করতে পারছে না। 

গত আসরের ইউরোপিয়ান চ্যাম্পিয়ন ও ক্লাব বিশ্বকাপের শিরোপা জেতা চেলসিকে চলতি ২০২১-২২ মৌসুমের বাকি অংশে খেলা চালিয়ে যাওয়ার জন্য বিশেষ লাইসেন্স দেওয়া হয়েছে। তাই ক্লাবের পরিচালক হিসেবে আব্রামোভিচ না থাকলেও ক্লাবটির খেলা চালিয়ে যেতে কোনো সমস্যা নেই বলে নিশ্চিত করেছে লিগ কর্তৃপক্ষ।

বিবৃতিতে লিগ কর্তৃপক্ষ জানায়, “বোর্ডের এই সিদ্ধান্ত সরকার কর্তৃক জারি করা লাইসেন্সের শর্তাবলী অনুসারে ক্লাবের অনুশীলন এবং ম্যাচ খেলাকে প্রভাবিত করবে না, যে লাইসেন্সটির মেয়াদ শেষ হবে আগামী ৩১ মে ২০২২।”

এদিকে লিগ কর্তৃপক্ষের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে যুক্তরাজ্য সরকারের ডিজিটাল, কালচার, মিডিয়া ও স্পোর্ট ডিপার্টমেন্ট। 

সরকারের এক মুখপাত্র জানিয়েছেন, আসছে ম্যাচগুলোর কার্যক্রম চালিয়ে নেওয়ার জন্য দেওয়া বিশেষ লাইসেন্সটি সংশোধন করা হয়েছে, যাতে ক্লাবটি প্রতিটি ম্যাচের জন্য ৯০ লাখ পাউন্ড খরচ করতে পারে। এছাড়া ক্লাবটি বিক্রিতেও কোনো বাধা নেই। তবে প্রক্রিয়াটি সম্পন্ন করতে ক্লাবের পক্ষ থেকে আবেদন করতে হবে, যা ইতিবাচকভাবে বিবেচনা করা হবে।

চেলসি তাদের খেলোয়াড় ও কর্মীদের বেতন দিতেও পারবে, কিন্তু খেলোয়াড়দের বেচতে পারবে না তারা। দলে নতুন খেলোয়াড় টানতেও পারবে না দলটি। ব্রিটিশ সরকার এই পদক্ষেপ নিয়েছে যাতে ক্লাবের মাধ্যমে আব্রামোভিচ যেন কোনোভাবেই আর্থিকভাবে লাভবান না হতে পারে।

মাঠের বাইরের নানা সমস্যা ঘিরে ধরলেও চেলসির ম্যাচ পারফরম্যান্সে কোনা বিরূপ প্রভাব পড়েনি। প্রিমিয়ার লিগে টানা চার ম্যাচে জয়ী দলটি ২৭ ম্যাচে ১৬ জয় ও আট ড্রয়ে ৫৬ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে। লিগে আজ রোববার নিউক্যাসল ইউনাইটেডের বিপক্ষে ঘরের মাঠে খেলতে নামবে টমাস টুখেলের শিষ্যরা।

Link copied!