• ঢাকা
  • রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

আবারও ইনজুরিতে পড়লেন স্টোকস 


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ডিসেম্বর ৯, ২০২১, ০৯:৩৭ পিএম
আবারও ইনজুরিতে পড়লেন স্টোকস 

ইনজুরি যেন পিছু ছাড়ছে না ইংলিশ অলরাউন্ডার বেন স্টোকসের। মানসিক স্বাস্থ্যের কথা ভেবে দীর্ঘদিন মাঠের বাইরে ছিলেন তিনি। চলতি অ্যাশেজ দিয়েই দলে ফিরেছেন তিনি। কিন্তু দুর্ভাগ্যবশত মাঠে ফিরে আবারও চোটে পড়েছেন স্টোকস। অ্যাশেজের প্রথম টেস্টের দ্বিতীয় দিনে ইনজুরিতে পড়েছেন তিনি। 

গাব্বা টেস্টের দ্বিতীয় দিনে হাঁটুতে ব্যথা পান ইংলিশ অলরাউন্ডার। এদিন ম্যাচের ২৯তম ওভারে বাউন্ডারির দিকে ছুঁটছিল বল। তা তাড়া করতে গিয়ে চোট পান স্টোকস। দিনের বাকি সময় অস্বস্তিতে ছিলেন তিনি। 

পরেরদিন খেলতে পারবেন কিনা তা জানিয়ে দেওয়ার কথা ইংল্যান্ডের মেডিক্যাল স্টাফরা।  এজন্য আজ রাতে তাকে পর্যবেক্ষণের করা হবে। প্রথম স্পেলে তিন ওভার বল করার পর লাঞ্চের আগে আর দুই ওভার বল করেন। বাকি দুই সেশনে আর চারটির বেশি ওভার করতে পারেননি তিনি।

ইংল্যান্ড বোলিং কোচ জন লুইস সংবাদমাধ্যমকে জানান, ‘আজ মাঠে বেন চোট পেয়েছে তাই পূর্ণ গতিতে দিনের শেষ ভাগে বল করতে পারেনি। আশা করি রাতের মধ্যে তাকে আমাদের মেডিক্যাল স্টাফরা পর্যবেক্ষণ করবেন এবং দেখবেন কী অবস্থা। তিনি ছাড়া অন্যরা ভালো আছেন।’ 

টেস্টের দ্বিতীয় দিনে ৯ ওভার বল করে ৫৬ রান দিয়েছেন বোন স্টোকস।

Link copied!