• ঢাকা
  • রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

আফ্রিদির নৈপুণ্য টেস্ট জিতল পাকিস্তান 


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: আগস্ট ২৫, ২০২১, ১১:৪২ এএম
আফ্রিদির নৈপুণ্য টেস্ট জিতল পাকিস্তান 

স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজে প্রথমটিতে হারলেও দ্বিতীয় ম্যাচে বোলার শাহিন আফ্রিদির নৈপুণ্য দাপুটে জয় পেয়েছে পাকিস্তান। দ্বিতীয় টেস্টে স্বাগতিক দলকে  ১০৯ রানে হারিয়ে ১-১ সমতায় সিরিজ শেষ করলো বাবর আজমের দল। ক্যারিয়ার বোলিং করে ম্যাচ ও সিরিজ সেরা খেলোয়াড় হয়েছে শাহীন আফ্রিদি।

দ্বিতীয় টেস্টে টসে জিতে পাকিস্তানকে ব্যাটিং করতে পাঠায় ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক ক্রেইগ ব্রাথওয়েট। প্রথম ইনিংসে ৯ উইকেট হারিয়ে ৩০২ রানে ইনিংস ঘোষণা করে পাকিস্তান। পাকিস্তানের পক্ষে ফাওয়াদ আলম অপরাজিত ১২৪* ও বাবর আজম করেন ৭৫ রান। কেমার রোচ ও জাইডেন সিলস নিয়েছেন তিনটি করে উইকেট। 

জবাবে ব্যাট করতে নেমে ১৫০ রানে অলআউট হয় ওয়েস্ট ইন্ডিজ। এনকোমো বোনারের ব্যাট থেকে আসে দলীয় সর্বোচ্চ ৩৭ রান। পাকিস্তানে হয়ে ৫১ রানে ৬ উইকেট নেন শাহিন আফ্রিদি। ফলে ১৫২ রানের লিড পায় পাকিস্তান। 

দ্বিতীয় ইনিংসে মাত্র ২৭.২ ওভার ব্যাট করে ৬ উইকেট হারিয়ে ১৭৬ রান করে পাকিস্তান। ফলে ওয়েস্ট ইন্ডিজের জয়ের লক্ষ্য দাঁড়ায় ৩২৯ রান।

জয়ের লক্ষ্য নেমে সব উইকেট হারিয়ে ২১৯ রান করতে পারে পাকিস্তান। পাকিস্তান পায় ১০৯ রানের জয়। 

এই ইনিংসেও আফ্রিদির শিকার ৪ উইকেট। এছাড়া নোমান আলী ৩ উইকেট ও হাসান আলী নিয়েছেন ২ উইকেট। 

এক টেস্টে ১০ উইকেট ও সিরিজে মোট ১৮টি উইকেট শিকার করেছেন আফ্রিদি। পাকিস্তানি ফাস্ট বোলারদের মধ্যে দুই ম্যাচের টেস্ট সিরিজে এটিই সর্বোচ্চ উইকেট শিকারের রেকর্ড। 

প্রথম টেস্ট ১ উইকেটে জিতেছিল ওয়েস্ট ইন্ডিজ।

Link copied!