• ঢাকা
  • রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জমাদিউস সানি ১৪৪৬

আফগান দলে ৮ ক্রিকেটার করোনায় আক্রান্ত


ফারজানা ববি
প্রকাশিত: ফেব্রুয়ারি ১৫, ২০২২, ০৪:৫৫ পিএম
আফগান দলে ৮ ক্রিকেটার করোনায় আক্রান্ত
ছবি সংগৃহীত

সীমিত ওভারের সিরিজ খেলতে আফগানিস্তান ক্রিকেট দল গত শনিবার ঢাকায় আসে। পরদিন এক ফ্লাইটে সিলেটে যায় তারা। বিপিএল শেষে আগামী ২৩ ফেব্রুয়ারি স্বাগতিকদের বিপক্ষে মাঠে নামবে আফগানরা। তবে কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে আগেভাগেই দেশে এসেছে তারা। তবে বাংলাদেশে এসেই দলটির জন্য হাজির দুঃসংবাদ।

আফগান দলে ১২ জন করোনায় আক্রান্ত হয়েছেন। বিসিবি চিকিৎসক মনজুর হোসাইন চৌধুরী মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) এই তথ্য নিশ্চিত করেছেন। 

এ ব্যাপারে বিসিবির চিকিৎসক মনজুর হোসাইন চৌধুরী বলেন, "ওরা (আফগান দল) এখন আছে আফগানিস্তান ক্রিকেট বোর্ডের ব্যবস্থাপনায়। সুতরাং এ বিষয়টি আমাদের অধীনে নয়। তবে ওদের কিছু সদস্য করোনায় আক্রান্ত হয়েছে। তারা খেলোয়াড় কী না তাও জানা নেই।"

নিজস্ব ব্যবস্থাপনায় বর্তমানে সিলেটে ক্যাম্প করছে আফগানিস্তান দল। ক্যাম্প শেষে চট্টগ্রামে যাওয়ার পর বিসিবির মেডিকেল টিম সিরিজের সঙ্গে যু্ক্ত হবে। যে কারণে আভ্যন্তরীণ বিষয়টি জানাতে পারেননি মনজুর।

বিসিবির এক সূত্র জানিয়েছেন, আফগান দলে আক্রান্ত ১২ জনের মধ্যে ৮ ক্রিকেটার রয়েছেন। কোভিড পজিটিভ হওয়ায় তাদের আলাদাভাবে আইসোলেশনে রাখা হয়েছে।

আগামী ২৩ জানুয়ারি চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ওয়ানডে দিয়ে শুরু হচ্ছে দুই দলের সিরিজ। বাকি দুটি ওয়ানডে ২৫ ও ২৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে একই মাঠে। এরপর টি-টোয়েন্টি সিরিজ হবে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। আগামী ৩ ও ৫ মার্চ অনুষ্ঠিত হবে ম্যাচ দুটি।

এই সিরিজকে সামনে রেখে গতকাল সোমবার (১৪ ফেব্রুয়ারি) ওয়ানডে ও টি-টোয়েন্টি দল ঘোষণা করেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড। 

আফগানিস্তান ওয়ানডে দল: রহমানউল্লাহ গুরবাজ, ইব্রাহিম জাদরান, রিয়াজ হাসান, হাশমতউল্লাহ শহিদি (অধিনায়ক), রহমত শাহ, নাজিবউল্লাহ জাদরান, শহিদ কামাল, ইকরাম আলিখিল, মোহাম্মদ নবি, গুলবাদিন নাইব, আজমত ওমরজাই, রশিদ খান, ফজল হক ফারুকি, মুজিব উর রহমান, ইয়ামিন আহমদজাই ও ফরিদ আহমেদ মালিক।

আফগানিস্তান টি-টোয়েন্টি দল: রহমানউল্লাহ গুরবাজ, হজরতউল্লাহ জাজাই, উসমান গনি, দারউইশ রাসুলি, মোহাম্মদ নবি (অধিনায়ক), নাজিবউল্লাহ জাদরান, আফসার জাজাই, করিম জানাত, আজমত ওমরজাই, শরফুদ্দিন আশরাফ, রশিদ খান, মুজিব উর রহমান, কাইস আহমেদ, ফজল হক ফারুকি, নিজাত মাসুদ ও ফরিদ আহমেদ মালিক।

Link copied!