ক্রিকেটার সাকিব আল হাসানের আরেকটা পরিচয় ব্যবসায়ী। নানান ধরনের ব্যবসায়িক প্রতিষ্ঠানের সাথে যুক্ত আছেন বাংলাদেশের এই অলরাউন্ডার। সাকিবের তেমনই এক প্রতিষ্ঠান এবার আফগানিস্তান দলের জার্সির স্পন্সর হিসেবে যুক্ত হয়েছে।
আফগানিস্তান বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে আজ বুধবার (২৩ ফেব্রুয়ারি)। বেলা ১১টায় চট্টগ্রামে শুরু হবে ম্যাচটি। এই সিরিজে আফগানিস্তানের জার্সি স্পনসর হয়েছে সাকিবের প্রতিষ্ঠান মোনার্ক মার্ট। সম্প্রতি ই-কমার্স প্রতিষ্ঠান মোনার্ক মার্টের সঙ্গে যুক্ত হয়েছেন সাকিব। তিনি এই প্রতিষ্ঠানের একজন শেয়ারহোল্ডার।
এর আগে সাকিবের নেতৃত্বাধীন বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) রানার্সআপ ফরচুন বরিশালের স্পন্সর হিসেবে যুক্ত ছিল মোনার্ক মার্ট। আফগান সিরিজের পুরো সফরজুড়ে দলের টিম স্পন্সরের ভূমিকায় থাকবে মোনার্ক মার্ট। আফগানদের জার্সিতে থাকবে মোনার্ক মার্টের লোগো।