• ঢাকা
  • রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

আফগানদের নিয়ে ভারতকে সতর্ক করল শোয়েব


ফারজানা ববি
প্রকাশিত: নভেম্বর ৩, ২০২১, ১০:৫১ এএম
আফগানদের নিয়ে ভারতকে সতর্ক করল শোয়েব

টানা দুই ম্যাচ হেরে ভারতের অবস্থা শোচনীয়। সেমিফাইনালে যাওয়ার পথও বেশ কঠিন করে ফেলেছে দলটি। টি-টোয়েন্টি বিশ্বকাপে টিকে থাকতে হলে বাকি ম্যাচগুলোতে জয় ছাড়া বিকল্প নেই।

বুধবার (৩ নভেম্বর) আফগানিস্তানের বিপক্ষে তৃতীয় ম্যাচে মাঠে নামছে ভারত। এই ম্যাচের আগেই ভারতকে সতর্ক করলেন পাকিস্তান তারকা শোয়েব আখতার।

আফগানরা এবারের বিশ্বকাপে বেশ চমক দেখিয়েছে। সুপার টুয়েলভে পাকিস্তানের বিপক্ষেও তারা দুর্দান্ত খেলেছিল। পাকদের পরাজয়ের শঙ্কাও তৈরি হয়েছিল। তাই ম্যাচের আগেই ভারতকে সতর্ক করতে ভোলেননি পাকিস্তানের সাবেক তারকা শোয়েব। আফগানদের বিপক্ষে ভারতের অবস্থা আরও ভয়াবহ হতে পারে আশঙ্কা করছেন তিনি।

শোয়েব বলেন, “আফগানদের বিপক্ষে হেরে গেলে ভারতের অবস্থা আরও ভয়াবহ হবে। ওদের বোলিং বিভাগ বেশ দুর্বল। আমি নিশ্চিত ছিলাম ওরা খারাপ করবে, তাই হলো। ভারত যদি নিজেদের বাঁচাতে চায়, তাহলে আফগানিস্তানের বিপক্ষে তাদের জিততেই হবে। আফগানরা যদি প্রথমে টস জিতে বল করে তবে আমার মনে হয় ভারতের অবস্থা আরও খারাপ হবে।”

Link copied!