আন্তর্জাতিক ক্রিকেটে অনিয়মিত ছিলেন তিনি। সর্বশেষ একদিনের আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন দীর্ঘ তিন বছর আগে।
অনিয়মিত এই ক্যারিয়ারের এবার ইতিই টেনে দিলেন লঙ্কান অফ স্পিনিং অলরাউন্ডার দিলরুয়ান পেরেরা। শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড আজ বুধবার আন্তর্জাতিক ক্রিকেটকে পেরেরার বিদায় জানানোর কথা নিশ্চিত করেছে।
তবে ঘরোয়া ক্রিকেটে খেলা চালিয়ে যাবেন বলে বোর্ডকে নিশ্চিত করেছেন ৩৯ বছর বয়সী এই ক্রিকেটার।
পেরেরা ২০২১ সালে শেষ টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন। ওয়ানডে ফরম্যাটে সবশেষ ম্যাচ খেলেছেন ২০১৮ সালে। ক্রিকেটের শুভ্র পোশাকে সবচেয়ে বেশি ম্যাচ খেলেছেন তিনি।
শ্রীলঙ্কার হয়ে ৪৩টি টেস্ট খেলেছেন এই তারকা। ২০০৭ সালে ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে অভিষেকের পর প্রথম টেস্ট খেলেছেন ৭ বছর পর।
সব ফরম্যাট মিলে এই অলরাউন্ডারের সংগ্রহ ১ হাজার ৪৫৬ রান ও ১৭৭ উইকেট।