• ঢাকা
  • সোমবার, ০৬ জানুয়ারি, ২০২৫, ২১ পৌষ ১৪৩০, ৬ রজব ১৪৪৬

আইসিসির বর্ষসেরা একাদশে মোস্তাফিজ


ফারজানা ববি
প্রকাশিত: জানুয়ারি ১৯, ২০২২, ০৬:৫৯ পিএম
আইসিসির বর্ষসেরা একাদশে মোস্তাফিজ

২০২১ সালের আইসিসি বর্ষসেরা টি-টোয়েন্টি দল ঘোষণা হয়েছে। বাংলাদেশের খেলোয়াড়দের মধ্যে একমাত্র পেসার মোস্তাফিজুর রহমান এই তালিকায় স্থান পেয়েছেন।

আজ বুধবার এক বিজ্ঞপ্তিতে বর্ষসেরা একাদশ প্রকাশ করে ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা। এই একাদশে ভারত, ওয়েস্ট ইন্ডিজ ও নিউজিল্যান্ডের কোনো ক্রিকেটারের জায়গা হয়নি।

পাকিস্তান ও দক্ষিণ আফ্রিকা থেকে সর্বোচ্চ তিনজন ক্রিকেটার তালিকায় স্থান পেয়েছেন। এছাড়াও অস্ট্রেলিয়া, শ্রীলঙ্কা থেকেও ক্রিকেটাররা দলে স্থান পেলেও জায়গা হয়নি কোন ভারতীয়ের। 

আইসিসির বর্ষসেরা টি-টোয়েন্টি একাদশ: জশ বাটলার (ইংল্যান্ড), মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক, পাকিস্তান), বাবর আজম (অধিনায়ক, পাকিস্তান), এইডেন মার্করাম (দক্ষিণ আফ্রিকা), মিচেল মার্শ (অস্ট্রেলিয়া), ডেভিড মিলার (দক্ষিণ আফ্রিকা), তাবরাইজ শামসি (দক্ষিণ আফ্রিকা), জশ হ্যাজেলউড (অস্ট্রেলিয়া), ওয়ানিন্দু হাসারাঙ্গা (শ্রীলঙ্কা), মোস্তাফিজুর রহমান (বাংলাদেশ) ও শাহীন শাহ আফ্রিদি (পাকিস্তান)।

খেলা বিভাগের আরো খবর

Link copied!