• ঢাকা
  • রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জমাদিউস সানি ১৪৪৬

আবারও বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব


ফারজানা ববি
প্রকাশিত: জানুয়ারি ২৭, ২০২২, ০৫:৩০ পিএম
আবারও বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব

ওয়ানডে অলরাউন্ডারের শীর্ষ স্থান সাকিবের জন্য নিয়মিত ঘটনা। অনাকাঙ্ক্ষিত দু'একবার বাদে এই স্থানে পাকাপোক্ত আসন গেড়েছেন বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বড় তারকা সাকিব।

এবারও ক্রিকেটের নিয়ন্তা সংস্থা আইসিসির সর্বশেষ প্রকাশিত ওয়ানডে অলরাউন্ডার র‌্যাঙ্কিংয়ে শীর্ষ স্থান অর্জন করেছেন বাংলাদেশ ক্রিকেটের পোস্টার বয় সাকিব আল হাসান।

আইসিসির সর্বশেষ প্রকাশিত তালিকায় ৪১৬ পয়েন্ট নিয়ে শীর্ষ অলরাউন্ডার সাকিব। দ্বিতীয় স্থানে আছেন আফগানিস্তানের মোহাম্মদ নবি।

তবে ২৮৫ পয়েন্ট নিয়ে তিনি সাকিবের চেয়ে বেশ পিছিয়ে আছেন। ইংল্যান্ডের ক্রিস ওকস ২৮২ পয়েন্ট নিয়ে তৃতীয় ও আফগান আরেক তারকা ক্রিকেটার রশিদ খান ২৬৮ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে আছেন।

ওয়ানডে অলরাউন্ডারের শীর্ষ স্থান ছাড়াও টেস্ট অলরাউন্ডারের র‌্যাঙ্কিংয়ে সাকিব ৩২৪ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে ও টি-টোয়েন্টিতে ২৩১ পয়েন্ট নিয়ে নবির (২৬৫) পরে দ্বিতীয় স্থানে আছেন।

খেলা বিভাগের আরো খবর

Link copied!