• ঢাকা
  • শুক্রবার, ১৩ ডিসেম্বর, ২০২৪, ২৮ অগ্রহায়ণ ১৪৩১, ১১ জমাদিউস সানি ১৪৪৬

আইপিএল-সাকিব ইস্যুতে ভারত যাচ্ছেন পাপন?


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ফেব্রুয়ারি ১৫, ২০২২, ০৩:৫৬ পিএম
আইপিএল-সাকিব ইস্যুতে ভারত যাচ্ছেন পাপন?
ছবি সংগৃহীত

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) অষ্টম আসরের বাকি আর মাত্র দুই ম্যাচ। প্রথম কোয়ালিফায়ারে কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে ১০ রানে হারিয়ে টুর্নামেন্টের প্রথম দল হিসেবে ফাইনাল নিশ্চিত করেছে সাকিব আল হাসানের নেতৃত্বাধীন ফরচুন বরিশাল। সাকিবের এত সব কৃতিত্বের মাঝেও দেশের ক্রিকেটে সবচেয়ে আলোচিত ইস্যু হয়ে দাঁড়িয়েছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ক্রিকেটে সাকিব আল হাসানের দল না পাওয়া। 

আইপিএলের পঞ্চম এই মেগা নিলামে দুইবার নাম ওঠার পরও সাকিব অবিক্রীত থাকায় ভক্ত-সমর্থকদের মত বিসিবিকেও ভাবিয়ে তুলেছে। খোদ বাংলাদেশ ক্রিকেট বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপনও এটিকে বড় করে দেখছেন।

তাই আগামী ২০ ফেব্রুয়ারি (রোববার) ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রধান সৌরভ গাঙ্গুলির সঙ্গে কথা বলতে এক অনানুষ্ঠানিক সফরে কলকাতায় যাচ্ছেন বিসিবি বস। যেখানে তার সফরসঙ্গী হচ্ছেন বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দীন চৌধুরী সুজন।

জাতীয় দলের কিংবা ঘরোয়া লিগের কোনো ক্রিকেটারের আইপিএল কিংবা ফ্র্যাঞ্চাইজিভিত্তিক লিগে দল পাওয়া বা না পাওয়ার বিষয়টি কোনোভাবেই বোর্ডের নজরদারি বা খবরদারির বিষয় নয়। 

তাই স্পর্শকাতর ইস্যুটি নিয়ে আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করছে না বিসিবি। কিন্তু বিসিবির সর্বোচ্চ পর্যায়ের নির্ভরযোগ্য এক সূত্র জানিয়েছে, সাকিবের ইস্যুতে কথা বলার জন্য আগামী ২০ ফেব্রুয়ারি কলকাতা যাবেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন ও সিইও নিজামউদ্দীন চৌধুরী সুজন। 

আইপিএল ক্যারিয়ারে কলকাতা নাইট রাইডার্স ও সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে ৭১ ম্যাচে প্রতিনিধিত্ব করেছেন সাকিব। কেকেআরকে ২০১২ ও ২০১৪ সালে চ্যাম্পিয়ন করতে তার বড় অবদান ছিল। ফলে গুঞ্জন ছিল সাকিবকে দলে নিতে আগ্রহী আইপিএলের ৩ ফ্রাঞ্চাইজি কেকেআর, সানরাইজার্স হায়দ্রাবাদ ও রয়েল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোর। কিন্তু ভিত্তিমূল্য ২ কোটি রুপিতে পর পর দুই দিনেই অবিক্রিত থাকেন আগামী মাসে ৩৫ বছর পূর্ণ হতে যাওয়া এই অলরাউন্ডার।  

খেলা বিভাগের আরো খবর

Link copied!