ক্রিশ্চিয়ানো রোনালদো শনিবার (১৫ জানুয়ারি) অ্যাস্টন ভিলার বিপক্ষে ম্যানচেস্টার ইউনাইটেডের প্রিমিয়ার লিগের ম্যাচের জন্য শারীরিকভাবে প্রস্তুত থাকার আশা করছেন।
৩৬ বছর বয়সী রোনালদো পেশীর সমস্যায় ভুগছেন। ক্লাবের ওয়েবসাইটে রোনালদো বলেছেন, “আমি ভালো আছি। তবে আমার একটু ব্যথা আছে। আমাদের মধ্যে মধ্যে কিছু আঘাত বা ব্যথার সম্মুখীন হতে হয়। এটা বড় কিছু নয় এবং আমি আশা করি শিগগিরই ভালো হয়ে যাব।”
ম্যাচের আগে সেরে উঠবেন কিনা সাংবাদিকদের প্রশ্নের জবাবে রোনালদো বলেন, “তাই আশা করি। আমি চেষ্টা করব। স্বাভাবিকভাবে অনুশীলনের চেষ্টা করব। দেখি শরীর কীভাবে প্রতিক্রিয়া দেখায়। আমি খেলতে চাই এবং দলকে সাহায্য করতে চাই।”