• ঢাকা
  • সোমবার, ১৬ ডিসেম্বর, ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ জমাদিউস সানি ১৪৪৬

অ্যাস্টন ভিলার বিপক্ষে ফিরছেন রোনালদো


ফারজানা ববি
প্রকাশিত: জানুয়ারি ১৫, ২০২২, ১২:১০ পিএম
অ্যাস্টন ভিলার বিপক্ষে ফিরছেন রোনালদো

চোট থেকে সেরে অ্যাস্টন ভিলার বিপক্ষে শনিবারের প্রিমিয়ার লীগের লড়াইয়ে ফিরছেন ক্রিস্টিয়ানো রোনালদো।

ম্যানচেস্টার ইউনাইটেডের প্রধান কোচ রাল্ফ রাঙ্গনিক বলেছেন, অ্যাস্টন ভিলার বিপক্ষে শনিবারের প্রিমিয়ার লিগের লড়াইয়ে ক্রিস্টিয়ানো রোনালদোকে পাওয়া যাবে।

পেশিতে টান লাগার কারণে সোমবার এফএ কাপে ভিলার বিপক্ষে পর্তুগিজ তারকা অনুপস্থিত ছিলেন। ওই ম্যাচে রেড ডেভিলরা ১-০ গোলের ব্যবধানে জয় পেয়েছিল। 

পর্তুগিজ তারকার সঙ্গে উইঙ্গার জ্যাডন স্যানচো, দুই ডিফেন্ডার হ্যারি ম্যাগুইয়ার ও ফিল জোন্সও এই ম্যাচের স্কোয়াডে ফিরবেন বলে শুক্রবার সাংবাদিকদের জানান কোচ। কিন্তু পল পগবা উরুর সমস্যার কারণে আপাতত ম্যাচ খেলতে পারবেন না।

লিগে ১৯ ম্যাচে ৯ জয় এবং ৪ ড্রয়ে ৩১ পয়েন্ট নিয়ে ৭ নম্বরে আছে ম্যানচেস্টার ইউনাইটেড। দুই ম্যাচ বেশি খেলে ম্যানচেস্টার সিটি ৫৩ পয়েন্ট নিয়ে আছে শীর্ষে।

Link copied!