টাইগারদের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ খেলতে আগামী ২৪ আগস্ট বাংলাদেশে আসবে নিউজিল্যান্ড দল। এ সফরে পাঁচটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে কিইউরা। সদ্য সমাপ্ত অস্ট্রেলিয়া-বাংলাদেশ সিরিজে অজিদের যেমন জৈব সুরক্ষা বলয়ের নিরাপত্তা দিয়েছে বিসিবি। নিউজিল্যান্ডও এমন নিরাপত্তা চাচ্ছে বলে জানিয়েছেন বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন।
সোমবার (১৬ আগস্ট) মিরপুরে সাংবাদিকদের সুজন বলেন, "যেহেতু ব্যাক টু ব্যাক সিরিজ হচ্ছে আর ব্যবস্থাপনার দিক থেকে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড দুই দলই প্রায় একই ঘরানার। তাই তাদের চাহিদা হল অস্ট্রেলিয়াকে যে ধরনের বায়োবাবল পরিবেশ দেওয়া হয়েছিল তাদেরও তা দেওয়ার জন্য বারবার বলছে। আমরাও চেষ্টা করছি একই রকমের বায়োবাবল পরিবেশ রাখার।"
জৈব সুরক্ষা বলয় নিয়ে প্রধান নির্বাহী জানান, "এটা শুধু অস্ট্রেলিয়া বা নিউজিল্যান্ড দলেরই না, আমাদের দলের ক্ষেত্রেও নিরাপদ থাকার ব্যাপার রয়েছে। সবকিছু বিবেচনা করে যতটুকু ভালো সম্ভব, সম্পূর্ণ বায়োবাবল তৈরি করে সিরিজ আয়োজন করব।"
লোকজনের সংস্পর্শে না এনে নিউজিল্যান্ডকেও ইমিগ্রেশন করার কথা জানিয়ে সুজন বলেন, "কিছু পরিবর্তন তো আছেই। অস্ট্রেলিয়া কিন্তু চার্টার্ড ফ্লাইটে এসেছিল, নিউজিল্যান্ডের পরিকল্পনা কমার্শিয়াল ফ্লাইটে আসার। সেক্ষেত্রে কিছুটা পরিবর্তন তো আসবেই। যেহেতু তারা কমার্শিয়াল ফ্লাইটে আসছে তাই ইমিগ্রেশন বা অন্যান্য প্রক্রিয়া অস্ট্রেলিয়ার মত হবে না। তাও চেষ্টা থাকবে পাবলিক কন্ট্রাক্ট যথাসম্ভব কমিয়ে যেন হোটেলে আনা যায়।"
এদিকে জৈব সুরক্ষা বলয়ের কারণেই সিরিজের একমাত্র প্রস্তুতি ম্যাচ হচ্ছে না। প্রস্তুতি ম্যাচটি ২৯ আগস্ট বিকেএসপির মাঠে হওয়ার কথা ছিল।
সিরিজের ম্যাচগুলো হবে ১, ৩, ৫, ৮ ও ১০ সেপ্টেম্বর। সবগুলো ম্যাচই শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ সময় বিকাল ৪ টায় অনুষ্ঠিত হবে।