• ঢাকা
  • বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ১০ জমাদিউস সানি ১৪৪৬
নারী বিশ্বকাপ

অজি বোলারদের তান্ডবে নিউজিল্যান্ডের মেয়েদের হার


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: মার্চ ১৩, ২০২২, ১০:১৮ এএম
অজি বোলারদের তান্ডবে নিউজিল্যান্ডের মেয়েদের হার
ছবি- সংগৃহীত

প্রমীলা বিশ্বকাপে ওয়েলিংটনে আজ রোববার (১৩ মার্চ) মুখোমুখি হয়েছিল স্বাগতিক নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়া। প্রথমে অজিদের ৮ উইকেটে ২৬৯ রানের বিপরীতে কিউইরা গুটিয়ে যায় মাত্র ১২৮ রানেই। ফলে ১৪১ রানের বিশাল জয় পায় অস্ট্রেলিয়া।

টসে জিতে অজিদের প্রথমে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানায় কিউইরা। দুই ওপেনার অ্যালিসা হিলি ও মেগ লানিং ভালো শুরু করলেও জুটি ধরে রাখতে পারেননি। দলীয় ৩৭ রানে অ্যালিসা বিদায় নেন। তবে ওপেনারদের ব্যর্থতা দলে প্রভাব ফেলতে দেয়নি ইলিসি পেরির ৬৮, তাহলিয়া ম্যাকগ্রেথের ৫৭ ও গার্ডনারের ৪৮ রানের ইনিংস। 

নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেটের বিনিময়ে অস্ট্রেলিয়ার ইনিংস থামে ২৬৯ রানে। কিউইদের পক্ষে লিয়া তাহুহু ৩ উইকেট তুলে নেন।

জবাবে ব্যাট করতে নেমে নিউজিল্যান্ড শুরুতেই হোঁচট খায়। দলের ২২ রানে তাদের প্রথম উইকেটের পতন ঘটে। এরপর মাঠে কেবল অজি বোলারদের উল্লাসই চোখে পড়ে। মিডল অর্ডার ব্যাটার অ্যামি ৪৪ রান করে দলের পরাজয়ের ব্যবধান কেবল কমাতে পারেন। বাকিদের স্কোরবোর্ডে তেমন ভূমিকাই ছিল না।

কিউইদের ইনিংস থামে ৩০.২ ওভারেই। সবকয়টি উইকেট হারিয়ে তারা সংগ্রহ করে মাত্র ১২৮ রান। ফলে অজিরা জয় পায় ১৪১ রানে। ইলিসি পেরি ম্যাচসেরা নির্বাচিত হন।

Link copied!