• ঢাকা
  • শুক্রবার, ১৪ মার্চ, ২০২৫, ২৯ ফাল্গুন ১৪৩০, ১৩ রমজান ১৪৪৬

অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের দল ঘোষণা


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: আগস্ট ২, ২০২১, ০৯:৩৫ এএম
অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের দল ঘোষণা

মঙ্গলবার (৩ আগস্ট) থেকে মাঠে গড়াচ্ছে বাংলাদেশ-অস্ট্রেলিয়া টি-টোয়েন্টি সিরিজ। এরই মধ্যে মিরপুরে দুই দলই অনুশীলন শুরু করে দিয়েছে। আসন্ন সিরিজের জন্য রোববার (১ আগস্ট) রাতে ১৭ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ। দলের নেতৃত্ব দেবেন যথারীতি মাহমুদউল্লাহ। 

পাঁচ ম্যাচের এই সিরিজে থাকছেন না তামিম ইকবাল, মুশফিকুর রহিম ও লিটন দাস। ক্রিকেট অস্ট্রেলিয়া শর্ত অনুযায়ী জৈব সুরক্ষা বলয়ের বাইরে থাকা ক্রিকেটারদের অন্তত সিরিজ শুরুর ১০ দিন আগে বলয়ের মধ্যে প্রবেশ করতে হবে। যার ফলে অজিদের বিপক্ষে খেলা হচ্ছে না মুশফিক ও লিটনের। চোটের কারণে দলে নেই তামিম।

অন্যদিকে জিম্বাবুয়ে সিরিজে স্কোয়াডের বাইরে থাকা মোহাম্মদ মিঠুন, রুবেল হোসেন, মোসাদ্দেক হোসেন ও তাইজুল ইসলাম ফিরেছেন দলে। 

বাংলাদেশ স্কোয়াড :

মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), নাঈম শেখ, সাকিব আল হাসান, সৌম্য সরকার, আফিফ হোসেন, শামীম হোসেন, নুরুল হাসান সোহান (উইকেটরক্ষক), নাসুম আহমেদ, শেখ মেহেদী হাসান, মোহাম্মদ সাইফউদ্দিন, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, তাইজুল ইসলাম, মোসাদ্দেক হোসেন, মোহাম্মদ মিঠুন ও রুবেল হোসেন।

Link copied!