• ঢাকা
  • বুধবার, ১১ ডিসেম্বর, ২০২৪, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ১০ জমাদিউস সানি ১৪৪৬

অসদাচারণের দায়ে সোহানকে বিসিবির শাস্তি 


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ফেব্রুয়ারি ১০, ২০২২, ০৫:২৩ পিএম
অসদাচারণের দায়ে সোহানকে বিসিবির শাস্তি 
সাম্প্রতিক ছবি

চলতি বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) সিলেট পর্ব শেষ করে বুধবার (৯ ফেব্রুয়ারি) দুপুরেই ঢাকায় ফিরেছেন পয়েন্ট টেবিলের শীর্ষ দল ফরচুন বরিশাল। ঢাকায় ফিরেই এক দুঃসংবাদ পেয়েছেন দলটির উইকেটকিপার ব্যাটার নুরুল হাসান সোহান।

সিলেট পর্বে বরিশালের শেষ ম্যাচে আম্পায়ারের সঙ্গে অশোভন আচরণের দায়ে জরিমানার পাশাপাশি ডিমেরিট পয়েন্টও দেওয়া হয়েছে তাকে।

ঘটনার সূত্রপাত, মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) স্বাগতিক সিলেট সানরাইজার্সের বিপক্ষে ম্যাচে বরিশালের ম্যাচে। এই ম্যাচে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর ১২ রানের জয় পেয়েছিলেন সাকিবের বরিশাল। ম্যাচে সিলেটের ইনিংসের ১৪তম ওভারে সাকিব আল হাসানের বলে স্ট্যাম্পিং হন অধিনায়ক রবি বোপারা। বলটি বোপারার ব্যাট ফাঁকি দিয়ে সোহানের প্যাডে লেগে আঘাত হানে স্ট্যাম্পে। বল স্ট্যাম্পে লাগার পর তৎক্ষণাৎ জোরালো আবেদন করেন সোহান। 

মাঠে স্কয়ার লেগ আম্পায়ার মোজাহিদুজ্জামান থার্ড আম্পায়ারের সিগনাল দিতে খানিক দেরি করলে ধৈর্য্যহারা হয়ে বেশ রাগী ভঙ্গিতেই স্কয়ার লেগ আম্পায়ারকে থার্ড আম্পায়ারের কাছে যাওয়ার জন্য একপ্রকার নির্দেশই দেন সোহান।

বিসিবির কোড অব কন্ডাক্টের ২.৪ অনুচ্ছেদের আওতায় লেভেল-১ হিসেবে আচরণবিধি ভঙ্গ হিসেবে বিবেচনা করেছেন ম্যাচ রেফারি রকিবুল হাসান। তাই শাস্তি ম্যাচ ফি'র ২০ শতাংশ জরিমানা ও একটি ডিমেরিট পয়েন্ট দেওয়া হয়েছে সোহানকে। বরিশালের উইকেটরক্ষক নিজের ভুল মেনে নেওয়ায় কোনো আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন পড়েনি।

এদিকে এবারের বিপিএলে বৃষ্টিতে এক ম্যাচ পরিত্যক্ত হলেও ৯ ম্যাচে ৬ জয় ও ২ পরাজয়ে ১১ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে রয়েছে বরিশাল।

Link copied!