সমালোচনা আর বাংলাদেশের ক্রিকেট যেন একই সুতায় বাঁধা। এক ঘটনার রেশ শেষ হতে না হতেই যেখানে শুরু হয় আরেক ঘটনা।
করোনা মহামারির কারণে তড়িঘড়ি করেই শুরু হয় এবারের বিপিএল। তবে সেখানে আম্পায়ারের সিদ্ধান্ত যাচাইয়ের কোন সুযোগই ছিল না। এ নিয়ে সমর্থক থেকে শুরু করে ক্রিকেটাররা পর্যন্ত বিসিবির ওপর ক্ষোভ ঝাড়েন।
তবে টুর্নামেন্টটির মাঝপথ এসে স্বস্তির খবর দিয়েছে বোর্ড। ব্যাপক সমালোচনার পর বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) চলতি মৌসুমে মাঠে ফিরছে ডিসিশন রিভিউ সিস্টেম (ডিআরএস) পদ্ধতি। সেমিফাইনাল, ফাইনালসহ শেষ ৭ ম্যাচে থাকবে ‘পূর্ণাঙ্গ’ ডিআরএস।
বুধবার (২ ফেব্রুয়ারি) মিরপুরে বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী গণমাধ্যমে এই তথ্য নিশ্চিত করেছেন। সাংবাদিকদের তিনি বলেন, “শুধু আফগানিস্তান সিরিজ না, বিপিএলের শেষের দিকে যে ম্যাচগুলো হবে সেখানেও ডিআরএসকে যুক্ত করা যায় কিনা দেখতে আমরা চেষ্টা করছি।”
তিনি আরও বলেন, “ডিআরএস আনার প্রক্রিয়া ইতিমধ্যে আমরা শুরু করেছি। এট লিস্ট বিপিএলের শেষ সল্টের যে ম্যাচগুলো ঢাকাতে হবে সেগুলো ছাড়াও আফগানিস্তান সিরিজে ডিআরএসটাকে নিশ্চিত করার পরিকল্পনা করছি। ফুল ডিআরএসটা।’
গত ২১ জানুয়ারি মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে বিপিএলের অষ্টম আসরের পর্দা উঠে। ঢাকা পর্বের ৮ ম্যাচে ছিলোনা কোনো ডিআরএস।
তবে চট্রগ্রাম পর্বে স্লো-মোশন ক্যামেরার মাধ্যমে ‘এ ডিআরএস’ প্রক্রিয়ায় খেলা পরিচালনা করে বিসিবি। এনিয়ে আরো বেশি সমালোচিত হতে হয় বোর্ডকে।
এবার ঢাকা পর্বে ৪ ম্যাচ শেষে সিলেট পর্বে যাবে বিপিএল। সেখান থেকে ঢাকা ফিরলে ‘পূর্ণাঙ্গ’ ডিআরএস পাওয়া যাবে। আসন্ন আফগানিস্তান সিরিজেও পূর্ণ ডিআরএস থাকবে বলে জানান প্রধান নির্বাহী।
এদিকে করোনাভাইরাসের ঊর্ধ্বগতির কারণে বিপিএলে দর্শক প্রবেশের অনুমিত নেই। আফগান সিরিজে দর্শক ফেরার ব্যাপারে সরকারের সিদ্ধান্তের সিকে তাকিয়ে বিসিবি।
এ প্রসঙ্গে নিজামউদ্দিন চৌধুরী বলেন, “ঘরের মাঠে আফগানিস্তান সিরিজে দর্শকের ব্যাপারে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। সরকার যে গাইডলাইন দিবে, সেটা আমরা ফলো করব। সরকারের যে নির্ধারিত গাইডলাইন যেটা দর্শক আপাতত বিরতি থাকার ব্যাপারে রয়েছে সেটা যদি কন্টিনিউ করে তাহলে হয়তো দর্শকশূন্য মাঠে সিরিজটা আয়োজন করতে হবে।”
এদিকে চট্রগ্রাম পর্ব শেষে আগামীকাল (বৃহস্পতিবার) থেকে আবারও শুরু হচ্ছে ঢাকা পর্ব। দিনের প্রথম খেলায় মুখোমুখি হবে খুলনা টাইগার্স ও সিলেট সানরাইজার্স। আর পরের খেলায় চট্রগ্রাম চ্যালেঞ্জার্স মুখোমুখি হবে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের।