স্বাগতিক নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজ খেলতে অস্ট্রেলিয়া দলের আগামী মাসে সেদেশ সফর করার কথা ছিল। তবে করোনা মহামারিতে নিউজিল্যান্ড সরকারের গৃহীত পরিকল্পনা থেকে অজিরা বিরত থাকার কারণে তা বাতিল করা হয়েছে।
বুধবার (৯ ফেব্রুয়ারি) ক্রিকেট অস্ট্রেলিয়া এই সফর স্থগিতের কথা নিশ্চিত করেছে।
এর আগে ট্রান্স-তাসমান সীমান্তে বিধিনিষেধ শিথিল করার জন্য নিউজিল্যান্ড সরকারের পরিকল্পনার ভিত্তিতে সিরিজটি সংক্ষিপ্ত পরিসরে সাজানো হয়েছিল। আর অস্ট্রেলিয়া দলের পক্ষে নিউজিল্যান্ডে তাদের কোয়ারেন্টাইনে থাকার ব্যবস্থাকে উপেক্ষা করেছিল।
নিউজিল্যান্ড বোর্ডের প্রধান নির্বাহী ডেভিড হোয়াইট বলেন, "আমরা যে সময়ে সফরের সময় নির্ধারণ করেছিলাম সেখানে অনেক আশা ছিল যে ট্রান্স-তাসমান সীমান্ত তাদের জন্য উন্মুক্ত থাকবে যারা সঠিক মানদণ্ড পূরণ করবে। তবে ওমিক্রনের আবির্ভাবে দুর্ভাগ্যবশত সীমান্তে সবকিছু বদলে দিয়েছে এবং সিরিজটি চালিয়ে যাওয়া আমাদের পক্ষে অসম্ভব করে তুলেছে।"
ডেভিড হোয়াইট আরও বলেন, "এটি হতাশাজনক (সিরিজ বাতিল)। তবে আমরা জানি এটি ব্যবসা এবং ব্যক্তি এবং অন্যান্য খেলাধুলার জন্য একই। তবে আমাদের আন্তর্জাতিক সময়সূচীর জন্য আমরা কৃতজ্ঞ।"
সূচি অনুযায়ী অস্ট্রেলিয়ার নিউজিল্যান্ডে আগামী ১৭, ১৮ ও ২০ মার্চ তিনটি টি টোয়েন্টি ম্যাচ খেলার কথা ছিল। এই সিরিজ বাতিলের ফলে নেদারল্যান্ডের সঙ্গে ২৫ মার্চ একমাত্র টি-টোয়েন্টি তৌরাঙ্গার বে ওভালে থেকে পরিবর্তন করে নেপিয়ার্সে খেলা হবে।