• ঢাকা
  • রবিবার, ০৮ সেপ্টেম্বর, ২০২৪, ২৪ ভাদ্র ১৪৩১, ৩ রবিউল আউয়াল ১৪৪৫

অকল্পনীয় রেকর্ডের সামনে সানিয়া মির্জা


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জুলাই ২৪, ২০২১, ০৮:৩০ পিএম
অকল্পনীয় রেকর্ডের সামনে সানিয়া মির্জা

এবারের টোকিও অলিম্পিকে এক অকল্পনীয় রেকর্ড করতে যাচ্ছেন ভারতীয় টেনিস তারকা সানিয়া মির্জা। আগামীকাল রোববার অলিম্পিকে নারী দ্বৈত বিভাগে ইউক্রেনের বিপক্ষে মাঠে নামলেই প্রথম ভারতীয় মহিলা অ্যাথলেট হিসেবে চারটি অলিম্পিকে নামার রেকর্ড গড়বেন তিনি। 

২০১৮ সালের অক্টোবরে ছেলে সন্তানের জন্ম দিয়েছেন সানিয়া। এরপর থেকে ছেলেকে সময় দেওয়া ছাড়া কিছুই ভাবতে পারেনি এই টেনিস তারকা। এবারের অলিম্পিক তার জন্য বিশেষ কিছু। আনন্দবাজারকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, "আগের তিনটে অলিম্পিকে নামা, আর এবার নামার মধ্যে একটু তফাৎ আছে। এবার মা হয়ে নেমেছি। এটা একটা বিশেষ অনুভূতি।"

অলিম্পিকের রেকর্ড নিয়ে আনন্দবাজারকে দেওয়া এক সাক্ষাৎকারে সানিয়া বলেন, "চারটা অলিম্পিকে নামার কথা কেউই ভাবতে পারে না। যখন খেলা শুরু করেছিলাম, আমি ভাবিনি। এমন অর্জন সহজ কিছু নয় আদৌ। তবে আমার ক্ষেত্রে বিষয়টা আরও বেশি কঠিনই ছিল। ইজহান (সানিয়ার ছেলে) জন্ম নেওয়ার পর আমার জীবনযাত্রাই পাল্টে গিয়েছে। তখন আমি জানতামই না আবার কবে কোর্টে নামতে পারব।"

রোববার টেনিসের নারী ডাবলসে সানিয়া জুটি গড়বেন অঙ্কিতা রায়নার সঙ্গে। 

Link copied!