• ঢাকা
  • বৃহস্পতিবার, ২১ নভেম্বর, ২০২৪, ৬ অগ্রহায়ণ ১৪৩১, ১৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

ঢাকায় থাকা মানে শাস্তি পাওয়া


সৈয়দ ইশতিয়াক রেজা
প্রকাশিত: আগস্ট ২৬, ২০২১, ০৩:৪৮ পিএম
ঢাকায় থাকা মানে শাস্তি পাওয়া

স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় বন্ধ। তবুও শহরে অসহনীয় জ্যাম। লকডাউন উঠে যাওয়ার পর রাজধানীর ট্রাফিক সিস্টেম ভেঙ্গে পড়েছে। উন্নয়ন কাজের জন্য সড়কহীন সড়কগুলোতে যান কিংবা মানুষ কেউই চলতে পারছে না। এসব কাজ কবে শেষ হবে আমরা নাগরিকরা জানিনা।

এর ওপর আছে হঠাৎ হঠাৎ খোঁড়াখুঁড়ি। তেজগাঁও শিল্পাঞ্চলের সব রাস্তা এমনভাবে কাটা হয়েছে, দেখলে মনে হবে এখানে রাস্তার বদলে লেক বানানোর চেষ্টা চলছে।

গুলশান লিংক রোডে নিকেতনের সামনের রাস্তাও এখন এক বিশাল পুকুর। রামপুরা সড়কে কর্তনহীন স্পট খুঁজে পাওয়া কঠিন।

একটা দেশের রাজধানীর চেহারা সে দেশের পরিচয় বহন করে। আমাদের ঢাকাও নিশ্চয়ই সে পরিচয় অনাদিকাল ধরে দিয়ে এভাবে দিয়ে যাবে...

নাগরিকদের এমন নিত্য শাস্তি পৃথিবীর আর কোন দেশে হয় কিনা জানিনা...

Link copied!