• ঢাকা
  • রবিবার, ০৮ সেপ্টেম্বর, ২০২৪, ২৪ ভাদ্র ১৪৩১, ৩ রবিউল আউয়াল ১৪৪৫

ফেসবুকের গুজবে করোনায় মৃত্যু বাড়ছে


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জুলাই ১৭, ২০২১, ০৪:৩০ পিএম
ফেসবুকের গুজবে করোনায় মৃত্যু বাড়ছে

বিবিসি জানায়, ফেসবুকের তথ্য মানুষকে টিকা গ্রহণের ব্যাপারে বিভ্রান্ত করছে বলে উল্লেখ করেছেন তিনি। এসব অপপ্রচার বন্ধে হোয়াইট হাউজ কঠোর পদক্ষেপ নিচ্ছে বলেও আশ্বাস দেন বাইডেন।

হোয়াইট হাউসে স্থানীয় সময় শুক্রবার সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে ফেসবুক নিয়ে বাইডেন এসব কথা বলেন। তিনি আরও জানান, করোনায় মারা যাওয়া অধিকাংশ ব্যক্তিই টিকা নেননি। আর সকলের টিকাদান সম্ভব না হওয়ার ফলেই মহামারি নির্মূল করা সম্ভব হচ্ছে না।

বাইডেনের বক্তব্যের পর এক বিবৃতিতে ফেসবুক জানায়, সচেতনতা তৈরিতে ফেসবুক কাজ করছে। ২০০ কোটিরও বেশি মানুষের কাছে কোভিড-১৯ নিয়ে সঠিক পৌঁছে দিয়েছে ফেসবুক। ফেসবুকের মাধ্যমে অনেকে টিকা কেন্দ্রেরও খোঁজ পেয়েছেন। তবে ভুল তথ্য ছড়ানো ও গুজব প্রতিরোধে ফেসবুক আরও সতর্ক পদক্ষেপ নিবে বলেও আশ্বাস দেয় প্রতিষ্ঠানটি।

বিজ্ঞান ও প্রযুক্তি বিভাগের আরো খবর

Link copied!