বিশ্বখ্যাত প্রযুক্তি প্রতিষ্ঠাগুলোর শীর্ষ পদে ভারতীয়দের জয়জয়কার। এবার সেই তালিকায় যোগ হলো ইউটিউবও। ভিডিও দেখার জনপ্রিয় ওয়েবসাইটের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) সুসান ওজস্কি পদত্যাগের ঘোষণা দিয়েছেন। তার স্থলাভিষিক্ত হচ্ছেন ভারতীয় বংশোদ্ভূত মার্কিন নাগরিক নীল মোহন।
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) এক ব্লগ পোস্টে ইউটিউবের সিইওর পদ ছাড়ার ঘোষণা দেন ৫৪ বছর বয়সী সুসান ওজস্কি।
সুসান ২০১৪ সালে ইউটিউবের শীর্ষ পদে যোগ দিয়েছিলেন। তার আগে দীর্ঘদিন ধরে সুসান গুগলের বিজ্ঞাপন ও বাণিজ্য বিভাগের জ্যেষ্ঠ ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেছেন।
এনডিটিভি জানায় খবরে বলা হয়েছে, নীল মোহন (৪৯) স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি থেকে তড়িৎ প্রকৌশল বিষয়ে পড়াশোনা করেছেন। ২০১৫ সাল থেকে তিনি প্রধান পণ্যবিষয়ক কর্মকর্তা (সিপিও) হিসেবে কর্মরত।