• ঢাকা
  • বুধবার, ১৬ এপ্রিল, ২০২৫, ৩ বৈশাখ ১৪৩২, ১৭ শাওয়াল ১৪৪৬

টেলিস্কোপে ৪ গ্রহের চমৎকার দৃশ্য, পর্যবেক্ষণে যা উঠে এলো


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: জানুয়ারি ২৬, ২০২৫, ০৪:৪৮ পিএম
টেলিস্কোপে ৪ গ্রহের চমৎকার দৃশ্য, পর্যবেক্ষণে যা উঠে এলো
প্ল্যানেট প্যারেড। ছবি : আহনাফ সাফিন ইসলাম

চলতি জানুয়ারির সন্ধ্যার আকাশে একে একে দেখা দিচ্ছে সন্ধ্যা তারা নামে খ্যাত ‘শুক্র’। সূর্যের আলো মিলিয়ে যাওয়ার মুহূর্তেই পশ্চিম দিগন্তের ওপরে এ গ্রহকে দেখা যায়। এরপর ধীরে দেখা মেলে ‘বৃহস্পতি’র। আমাদের মাথার উপরেই এই গ্রহের অবস্থান। ‘শুক্র’র সামান্য নিচে ‘শনি’ দৃশ্যমান হয়। আর ‘মঙ্গল’র দেখা মেলে আরও কিছু পরে আকাশের পূর্ব-উত্তর প্রান্তে।

পৃথিবীর অবস্থানের কারণে আমরা এই গ্রহগুলোকে আকাশের বুকে সারিবদ্ধভাবে অবস্থান করছে বলে দেখি। এই আপাত দৃশ্যমানতার কারণে জ্যোতির্বিজ্ঞানীরা মজা করে এর নাম দিয়েছেন, ‘প্ল্যানেট প্যারেড’। বলতে গেলে, আগামী ফেব্রুয়ারির প্রায় পুরোটা সময়জুড়েই তাদের দেখা মিলবে।

উপরে বর্ণনা করা ৪ গ্রহের এই চমৎকার দৃশ্য টেলিস্কোপে পর্যবেক্ষণের আয়োজন করেছিল বাংলাদেশ অ্যাস্ট্রোনমিক্যাল অ্যাসোসিয়েশন। এর সার্বিক সহযোগিতা করে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর।

শনিবার (২৫ জানুয়ারি) ঢাকার কলাবাগানে এই ‘প্ল্যানেট প্যারেড’র আয়োজন করা হয়। সন্ধ্যা ৬টা থেকে শুরু হয়ে যা চলে রাত ১০টা পর্যন্ত।

Link copied!