• ঢাকা
  • শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪, ৬ অগ্রহায়ণ ১৪৩১, ১৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

কী ঘটবে ২৬ সেপ্টেম্বর


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: সেপ্টেম্বর ১৮, ২০২৪, ০৯:০৮ এএম
কী ঘটবে ২৬ সেপ্টেম্বর
ছবি : সংগৃহীত

আগামী ২৬ সেপ্টেম্বর নিয়ে গুঞ্জন ও আলোচনা বেড়েই চলেছে। বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে এ তারিখ নিয়ে একের পর এক পোস্ট, ভিডিও এমনকি রিলস দেখা যাচ্ছে। কেউ কেউ এ নিয়ে মিম বা রসিকতা করলেও অনেকে শঙ্কা প্রকাশ করছেন। জানার বিষয় কী হবে ওই দিন?

ফেসবুকে ২৬ সেপ্টেম্বর লিখে সার্চ দিলেই দেখবেন তারিখটি কীভাবে ট্রেন্ড হয়ে আছে। ফেসবুকের তথ্যমতে, এই বিষয়ে ১ লাখ ৪৬ হাজারের বেশি ব্যবহারকারী কথা বলছেন। অনেকে মজা করে লিখেছেন, ‘২৬ তারিখে অনেকে কোটিপতি হয়ে যাবেন!’ কেউ আবার জানাচ্ছেন, তারা কবে কোথায় জমি বা গাড়ি কিনবেন।

২৬ সেপ্টেম্বরের পেছনের কাহিনি
টেলিগ্রামভিত্তিক একটি গেমিং বট ‘হামস্টার কমব্যাট’ নামের গেমটিতে বিভিন্ন টাস্ক পূরণ করে ও ট্যাপের মাধ্যমে গেমের নিজস্ব কারেন্সি (যেমন কয়েন বা কি) অর্জন করা যায়। গেমটির প্রচারণা চলছে, ২৬ সেপ্টেম্বর এই কয়েনগুলোকে ক্রিপ্টোকারেন্সিতে রূপান্তর করা যাবে। যদিও এই দাবির সত্যতা যাচাই করা যায়নি।

গেমিং প্ল্যাটফর্ম ছাড়াও, হামস্টার কমব্যাট মূলত টিকটক ও অন্যান্য সামাজিক মাধ্যমে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে। যদিও কেউ কেউ বলছেন, টেলিগ্রামে এমন আরও অনেক গেম আছে, যেগুলো মাঝেমধ্যে তাদের গেম কারেন্সিকে ক্রিপ্টোকারেন্সিতে রূপান্তরের সুযোগ দিয়ে থাকে। তবে এই গেমটি টিকটকের মাধ্যমে সবচেয়ে বেশি পরিচিত হয়েছে।

অনেকেই এই ধরনের গেমস নিয়ে সন্দেহ প্রকাশ করছেন। তারা বলছেন, ‘যদি এভাবে কোটিপতি হওয়া যেত, তাহলে কেউ আর কাজ করত না!’ তারা আরও যুক্তি দিয়েছেন, যদি হামস্টারের ৩০০ মিলিয়ন ফলোয়ারকে মাত্র ২ ডলার করেও দেওয়া হয়, তাহলে যে বিপুল অঙ্কের অর্থের প্রয়োজন, তা আসলে বাস্তবসম্মত নয়।

ভয়ের কিছু নেই
এই গেমের গেমাররা নানা রকম আশা ও জল্পনা তৈরি করলেও, সামাজিক যোগাযোগমাধ্যমের আলোচনায় বিষয়টি কখনো আতঙ্ক, কখনোবা কৌতূহল সৃষ্টি করছে। তবে এত গুঞ্জনের মধ্যেও এটা নিশ্চিত যে, ২৬ সেপ্টেম্বর নিয়ে আতঙ্কিত হওয়ার মতো কোনো সুনির্দিষ্ট কোন কারণ নেই।

হামস্টার কমব্যাট গেম ও ক্রিপ্টোকারেন্সি
এই গুঞ্জনের মূলে রয়েছে একটি টেলিগ্রামভিত্তিক গেম, হামস্টার কমব্যাট। এই গেমে বিভিন্ন টাস্ক সম্পন্ন করে গেমের কয়েন অর্জন করা যায়। অনেকের দাবি, গেমের নির্মাতারা ২৬ সেপ্টেম্বর এই কয়েনগুলোকে ক্রিপ্টোকারেন্সিতে রূপান্তর করার সুযোগ দেবেন। ফলে গেমাররা রাতারাতি কোটিপতি হয়ে উঠতে পারেন।

সত্যতা যাচাই

তবে এই দাবির কোনো সঠিক তথ্যসূত্র নেই। গেমের নির্মাতারা এমন কোনো ঘোষণা দেননি। অনেক বিশেষজ্ঞ মনে করেন, এটি একটি গুজব মাত্র।

কেন এত আলোচনা

সামাজিক যোগাযোগমাধ্যম: ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রামের মতো সামাজিক যোগাযোগমাধ্যমে এই গুজব দ্রুত ছড়িয়ে পড়েছে।

বিশেষজ্ঞদের মতামত: বিশেষজ্ঞরা বলছেন, এ ধরনের গুজবের পেছনে সাধারণত অর্থ উপার্জনের মোটিভ থাকে। অনেকেই এই ধরনের গুজব ছড়িয়ে দিয়ে মানুষকে বিভ্রান্ত করে এবং তাদের কাছ থেকে অর্থ আদায় করার চেষ্টা করে। ২৬ সেপ্টেম্বর নিয়ে যেসব গুজব ছড়ানো হচ্ছে, তার কোনো সত্যতা নেই। এই ধরনের গুজবে বিশ্বাস না করে সতর্ক থাকা জরুরি। সামাজিক যোগাযোগমাধ্যমে কোনো তথ্য শেয়ার করার আগে তার সত্যতা যাচাই করা উচিত।

Link copied!