• ঢাকা
  • শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

ইন্টারনেটের দাম কমানো নিয়ে যা বললেন পলক


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: আগস্ট ১, ২০২৪, ০৩:০৯ পিএম
ইন্টারনেটের দাম কমানো নিয়ে যা বললেন পলক

মোবাইল ডেটার যেন মেয়াদ না থাকে সে বিষয়ে নির্দেশনা দেওয়া হয়েছে, কেউ না মানলে ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। তিনি বলেন, ইন্টারনেটের দাম আরও কমানো যায় সেজন্য কাজ করা হচ্ছে।

বৃহস্পতিবার (১ আগস্ট)  সচিবালয়ে সমসাময়িক বিষয়ে টেলিকম খাতসংশ্লিষ্টদের সঙ্গে বৈঠক শেষে এ কথা বলেন তিনি।

এ সময় প্রতিমন্ত্রী জানান, কোটা সংস্কার আন্দোলনে চলমান সহিংসতায় এ পর্যন্ত অবকাঠামো ও ব্যবসা-বাণিজ্য মিলে প্রায় ১৮ হাজার কোটি টাকার আর্থিক ক্ষতি হয়েছে। সাম্প্রতিক সহিংসতার কারণে উদ্ভূত পরিস্থিতিতে ক্ষতিগ্রস্ত সাত লাখ ফ্রিল্যান্সারকে ক্যাশ ইনসেনটিভ দিতে বাণিজ্য মন্ত্রণালয়কে চিঠি দেওয়া হয়েছে।

জুনাইদ আহমেদ পলক বলেন, ফ্রিল্যান্সারদের একটা প্রণোদনা দিতে চাই, ইন্টারনেটের দাম আরও কমানো যায় সেজন্য কাজ করা হচ্ছে।

Link copied!