• ঢাকা
  • বুধবার, ২৩ অক্টোবর, ২০২৪, ৭ কার্তিক ১৪৩১, ১৯ রবিউস সানি ১৪৪৬

চীনের কাছে এআই চিপ বিক্রি করবে না যুক্তরাষ্ট্র


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: সেপ্টেম্বর ৩, ২০২২, ০৫:২৫ পিএম
চীনের কাছে এআই চিপ বিক্রি করবে না যুক্তরাষ্ট্র

কৃত্রিম বুদ্ধিমত্তায় কাজে লাগে, এমন সব ধরনের চিপ চীনের কাছে বিক্রি না করতে নির্দেশ দিয়েছে বাইডেন প্রশাসন। 

সিএনএন জানায়, যুক্তরাষ্ট্রের প্রধান দুই চিপ নির্মাতা প্রতিষ্ঠান এনভিডিয়া ও এএমডিকে এ বিষয়ে নির্দেশনা পাঠানো হয়েছে।

এই নির্দেশনার আওতায় আছে এনভিডিয়ার এ১০০ ও এইচ১০০ এবং এমডির এমআই ১০০ ও এমআই ২৫০ মডেলের চিপসেট। তাৎক্ষণিভাবে এই চিপগুলোর চালান বন্ধেরও তাগিদ দেওয়া হয়েছে।

এনভিডিয়া কর্তৃপক্ষ জানিয়েছে, এ বছর চীনের সঙ্গে ৪ কোটি ডলারের বাণিজ্য হওয়ার কথা ছিল তাদের। এই সিদ্ধান্তের ফলে তা আর সম্ভব হবে না।

তবে এএমডি কর্তৃপক্ষ বলছে, সরকারের নতুন এই সিদ্ধান্ত তাদের ব্যবসায় খুব বেশি প্রভাব ফেলবে না।

এদিকে এই ঘোষণার পর এনভিডিয়া ও এএমডি কোম্পানি দুটির শেয়ার দাম কমেছে যথাক্রমে ৬.৬ ও ৩.৭ শতাংশ।

যুক্তরাষ্ট্রের নতুন এই সিদ্ধান্তে রাশিয়ার কাছেও এআই চিপ বিক্রি না করতে নির্দেশনা দেওয়া হয়েছে। 

তবে রাশিয়ার সঙ্গে তাদের কোনো ব্যবসায়িক সম্পর্ক নেই বলে জানিয়েছে ক্যালিফর্নিয়াভিত্তিক এই প্রতিষ্ঠান দুটি।

Link copied!