ছবিটির নাম ‘ওয়ান্স ইন আ লাইফটাইম’ (Once in a lifetime), তুলেছেন অ্যাস্ট্রোনমি ফটোগ্রাফার জেরাল্ড রেমান। বিবিসি জানায়, সম্প্রতি এই ছবি লন্ডনে বর্ষসেরা ছবির পুরস্কার জিতেছে।
ধূমকেতুটির নাম দেওয়া হয়েছে লিওনার্ড। ২০২১ সালে পৃথিবীতে একবারের জন্যই দেখা দিয়েছিল এটি। এরপর আমাদের সৌরজগৎ থেকে বিদায় নেয়। ফলে আর কখনো দেখা যাবে না চমৎকার এই মহাজাগতিক বস্তুটিকে।
ছবিটি তোলা না হলে ধূমকেতুটির আর কোনো স্মৃতি থাকত না আমাদের মধ্যে।
রেমান বলেন, “ধূমকেতুরা প্রতি ঘণ্টায় রূপ পাল্টায়। খুবই আশ্চর্যজনক সৃষ্টি এরা।”
অ্যাস্ট্রোনমি-বিষয়ক সেরা ছবিটি খুঁজে বার করতে প্রতিবছর একটি প্রতিযোগিতার আয়োজন করে দ্য রয়্যাল অবজারভেটরি। ছবিটিকে তারা ‘চমকপ্রদ’ আখ্যা দিয়েছে।