• ঢাকা
  • শনিবার, ১৫ মার্চ, ২০২৫, ১ চৈত্র ১৪৩০, ১৫ রমজান ১৪৪৬

ধানমন্ডিতে বিজ্ঞানবিষয়ক তথ্যচিত্র প্রদর্শনী অনুষ্ঠিত


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: মার্চ ১৫, ২০২৫, ০৪:৪০ পিএম
ধানমন্ডিতে বিজ্ঞানবিষয়ক তথ্যচিত্র প্রদর্শনী অনুষ্ঠিত
আলোকচিত্র প্রদর্শনী। ছবি : সংগৃহীত

বাংলাদেশ অ্যাস্ট্রোনমিক্যাল অ্যাসোসিয়েশন এবং আলিয়াঁন্স ফ্রঁসেস দ্য ঢাকার যৌথ উদ্যোগে জ্যোতির্বিজ্ঞান তথা মহাকাশ বিজ্ঞানবিষয়ক সেমিনার, আলোকচিত্র প্রদর্শনী এবং টেলিস্কোপে গ্রহ পর্যবেক্ষণ ক্যাম্ব অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৪ মার্চ) ধানমন্ডিস্থ আলিয়াঁন্স ফ্রঁসেস দ্য ঢাকার মিলনায়তনে এই আয়োজন করা হয়।

অনুষ্ঠানে আলোচনা পর্বে স্টিফেন হকিংয়ের জীবন ও কর্ম উপস্থাপন করেন নিভৃত নিরূপণ। এরপর আলবার্ট আইনস্টাইনের জীবন ও কর্ম নিয়ে একটি তথ্যচিত্র উপস্থাপন করেন প্রাজ্ঞ কথন। সবশেষে ‘পাই’ দিবস উপলক্ষে এ বিষয় নিয়ে আলোচনা উপস্থাপন করেন সুশ্রুত ঐকতান।  

গ্যালারি জুমে বাংলাদেশি মহাকাশ আলোকচিত্রী কবীর জামি, ফেরদৌস আহমেদ রাফি এবং আহনাফ সাফিন ইসলামের তোলা মহাকাশের বিভিন্ন ছবি প্রদর্শনী করা হয়।

আলবার্ট আইনস্টাইনের কর্ম ও জীবন নিয়ে প্রতিযোগিতামূলক আয়োজনে অংশগ্রহণকারীদের তৈরি করা পোস্টারের প্রদর্শনী শুরু হয়। এই প্রদর্শনীটি চলবে আগামী ২১ মার্চ পর্যন্ত।

অনুষ্ঠানে সর্বশেষ আয়োজনটি ছিল টেলিস্কোপে আকাশ পর্যবেক্ষণের আয়োজন করা। আট ইঞ্চি ডায়ামিটারের ‘অরায়ন‘ টেলিস্কোপ দিয়ে দেখা হয় বৃহস্পতি গ্রহ এবং এর ৪টি গ্যালালিয়ন উপগ্রহ। আরও দেখা হয় মঙ্গল গ্রহ।

অনুষ্ঠানে আলিয়াঁন্স ফ্রঁসেস দ্য ঢাকার পরিচালক মি. এম ফ্রাঁসোয়া গ্রোজজিন,  বাংলাদেশ অ্যাস্ট্রোনমিক্যাল অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান মশহুরুল আমিন উপস্থিত ছিলেন। এ ছাড়া সম্পূর্ণ আয়োজনটি পরিচালনা করেন আলিফ রুদাবা।

‘১৪ মার্চ’ বিজ্ঞান সংগঠনগুলোর জন্য গুরুত্বপূর্ণ। এই দিনে জন্ম নিয়েছিলেন বিজ্ঞানী আলবার্ট আইনস্টাইন এবং প্রয়াত হয়েছিলেন স্টিফেন হকিং। একইসঙ্গে দিনটিকে ‘পাই‘ দিবস হিসেবেও পালন করা হয়।

Link copied!