অ্যান্ড্রয়েড ১১ সংস্করণ বাজারে আসার পরই পুরনো ফোনগুলো বাতিলের সিদ্ধান্ত নেয় গুগল। সেই সিদ্ধান্ত অনুযায়ী সোমবার (২৬ সেপ্টেম্বর) থেকে বেশ কয়েকটি অ্যান্ড্রয়েড স্মার্টফোনে গুগলের পরিষেবাগুলো বন্ধ হয়ে যাবে।
এক বিবৃতিতে গুগল জানায়, জিঞ্জারব্রেড ২.৩.৭ ভার্সন কিংবা এরচেয়ে পুরনো সংস্করণের অ্যান্ড্রয়েড ফোনের সেবা বন্ধ করা হচ্ছে। ফলে এসব ফোনে ইউটিউব, ড্রাইভ ও জিমেইল অ্যাপ ব্যবহার করা যাবে না।
প্রথম দিককার অ্যান্ড্রয়েড ফোনগুলোর মধ্যে সবচেয়ে বেশি জনপ্রিয়তা পায় ২.৩.৭ সংস্করণটি। এই অপারেটিং সিস্টেম চালিত অনেক স্মার্টফোন আর ট্যাবও বাজারে আসে সেসময়।
তবে প্রায় ১০ বছর বাজারে থাকার পর এই অ্যান্ড্রয়েড সংস্করণটিসহ এর আগের সংস্করণগুলো বাতিল করতে যাচ্ছে গুগল। পুরনো অ্যান্ড্রয়েড ফোনে গুগল পরিষেবা পেতে অন্তত অ্যান্ড্রয়েড ৩.০ অপারেটিং সিস্টেম থাকতে হবে।
যদিও অ্যাপ সাপোর্ট না করলেও ব্যবহারকারীরা ইন্টারনেট ব্রাউজারের মাধ্যমে জিমেইলসহ অন্যান্য সেবা পেতে পারবেন বলে জানা গেছে।
তবে ২ অক্টোবরের পর থেকে অ্যান্ড্রয়েড ভার্সন ১.০, ১.১, ১.৫ কাপকেক, ১.৬ ডোনাট, ২.০ এক্লেয়ার, ২.২ ফ্রোয়ো ও ২.৩ জিঞ্জারব্রেড এর ব্যবহারকারীরা জিমেইল, ইউটিউব, গুগল ম্যাপ কিংবা অন্য কোন অ্যাপ ওপেন করতে গেলেই এরর ম্যাসেজ দেখাবে দেখাবে গুগল।