বিশ্বের ‘সবচেয়ে সাদা’ তৈরি করলেন যুক্তরাষ্ট্রের পুরদু বিশ্ববিদ্যালয়ের গবেষকরা। সম্প্রতি গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডেও স্থান পেয়েছে এই আবিষ্কার।
ঘরবাড়িতে এসির বিকল্প হিসেবে এই রং ব্যবহার করা যাবে বলেও দাবি করছেন বিজ্ঞানীরা। আর তাই জলবায়ু পরিবর্তন মোকাবিলায় এটি বিশেষ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।
এবিসি নিউজ জানায়, বাজারের সাধারণ রং যেখানে ৮০ ভাগ পর্যন্ত তাপ শোষণ করে, সেখানে ৯৮ দশমিক ১ ভাগ পর্যন্ত সূর্যের তাপ প্রতিফলিত করতে পারে নতুন এই রং।
বিজ্ঞানীরা জানান বৈশ্বিক উষ্ণায়ন মোকাবিলার কথা মাথায় রেখেই এই রং তৈরি করেছেন তারা। নতুন আবিষ্কৃত এই রংটি সূর্যের ক্ষতিকারক ইনফ্রারেড রশ্মিও ঠেকাতে সক্ষম।
তাই ভবনের ছাদ কিংবা দেয়ালে এই রঙের প্রলেপ দেওয়া হলে ভেতরের পরিবেশ প্রাকৃতিকভাবেই ঠান্ডা থাকবে। এক হাজার বর্গফুটের ঘরের ছাদে এই রং ব্যবহার করা হলে এসির বিদ্যুৎ বাঁচাবে ১০ কিলোওয়াট পর্যন্ত।
ব্যারিয়াম সালফেটের নির্দিষ্ট ঘনত্ব ও আকারের অণু থেকে এই রং তৈরি করেন পুরদু বিশ্ববিদ্যালয়ের গবেষকরা। রংটি বাজারে আনার জন্য এরই মধ্যে একটি কোম্পানির সঙ্গে চুক্তি করেছেন তারা।